দেশ – গ্র্যান্ড চেস ট্যুরের সেমিফাইনালে দ্বিতীয় ম্যাচেও ড্র করলেন ভারতের গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। ফ্রান্সের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ম্যাক্সিম ভাসিয়ের লাগ্রেভের সঙ্গে টানা দ্বিতীয়বার ড্র করেন তিনি। ফলে ম্যাচের উত্তেজনা আরও বেড়ে গেল।
খেলার পর প্রজ্ঞানন্দ জানিয়েছেন, তিনি স্বাভাবিকভাবেই খেলতে চেয়েছিলেন। তাঁর কথায়, “কঠিন লড়াই ছিল, লড়েছি। এখানে ড্র খুব একটা খারাপ ফল নয়। কেবল একটু দ্রুত খেলেছি।” তরুণ গ্র্যান্ডমাস্টারের এই মন্তব্য তাঁর আত্মবিশ্বাসকে প্রকাশ করছে।
ক্লাসিক্যাল খেলায় ড্র হওয়ার পর প্রতিযোগিতা আরও জমে উঠতে চলেছে। এবার এই দুজনের মধ্যে হবে ছ’টি খেলা— যার মধ্যে দু’টি র্যাপিড এবং চারটি ব্লিৎজ ম্যাচ। সেই লড়াইয়ের দিকেই তাকিয়ে আছে দাবা বিশ্ব।
