গড়বেতার খড়িকাশুলি এলাকায় প্রায় ৩৫টি দাঁতাল হাতির প্রবেশ, এলাকা জুড়ে হাতির হামলার আশঙ্কা। পশ্চিম মেদিনীপুর জেলার বন দফতর এর রূপনারায়ণ বিভাগের অন্তর্গত আমলাগোড়া রেঞ্জের অধীন গড়বেতা এক নম্বর ব্লকের খড়িকাশুলি এলাকায় বুধবার রাতে প্রায় ৩৫টি দাঁতাল হাতির দল চলে আসে। যার ফলে বৃহস্পতিবার সকাল থেকেই খড়িকাশুলি সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে হাতির হামলার আশঙ্কা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা ওই হাতির দল এলাকায় চলে আসায় ঘরবাড়ি ও ফসলের ক্ষতির আশঙ্কা করছেন। বন দপ্তরের পক্ষ থেকে খড়িকাশুলি সহ পার্শ্ববর্তী গ্রামগুলির বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সেই সঙ্গে বন দপ্তরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত জঙ্গল এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করতে নিষেধ করা হয়েছে। হাতিকে উত্ত্যক্ত করতে নিষেধ করা হয়েছে। হাতির দলের গতিবিধির উপর বন দফতর এর কর্মীরা নজরদারি শুরু করেছে। তবে যেভাবে ওই হাতির দলটি খড়িকাশুলি সহ পার্শ্ববর্তী এলাকায় চাষের জমিতে গিয়ে তান্ডব শুরু করেছে তাতে ব্যাপক সবজি চাষের ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। সেই সঙ্গে হাতির হামলার আশঙ্কায় গ্রামবাসীরা কার্যত গৃহবন্দী অবস্থায় রয়েছেন । সন্ধ্যের পর গ্রামবাসীরা কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না।
আরও পড়ুন – সিপি(আই)এম র মিছিলে মানুষের ঢল
ওই হাতির দলটি খড়িকাশুলি গ্রামে একটি কলাগাছের বাগান সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে যেভাবে হাতের দলটি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। একসঙ্গে প্রায় ৩৫ টি দাঁতাল হাতি ওই এলাকায় চলে আসায় গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন বলে খড়িকাশুলি গ্রামের গ্রামবাসীরা জানান। যার ফলে ওই এলাকা জুড়ে হাতির হামলার আশঙ্কা ক্রমশ ছড়িয়ে পড়ে। গড়বেতার খড়িকাশুলি



















