গড়বেতায় ঢুকলো ষোলটি হাতির দল ।আলু চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার খড়িকাশুলির জঙ্গলে ১৬ টি হাতির দল ঢুকেছে।বন দফতর সূত্রে জানা গিয়েছে গড়বেতা থানার আমলাগোড়া হয়ে গণগণিতে শিলাবতী নদী পেরিয়ে আগ্রা ,ধাদিকা অঞ্চল হয়ে খড়িকাশুলির জঙ্গলে ঘাঁটি গেড়েছে হাতির দলটি।
যাত্রাপথে হাতির দলটি প্রচুর আলুক্ষেত তছনছ করেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বন দফতরের পক্ষ থেকে ওই হাতির দলকে বাঁকুড়ার দিকে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানানো হয়। তবে নতুন করে হাতির দল ওই এলাকায় চলে আসায় রীতিমতো আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা ।সেইসঙ্গে খাবারের সন্ধানে হাতির দল আলু খেতে গিয়ে তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার আলুচাষিরা।
যার ফলে আলু চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ওই এলাকার বাসিন্দারা। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে জঙ্গল এলাকার রাস্তা দিয়ে সন্ধ্যার পর যাতায়াত করতে নিষেধ করা হয়েছে ।ঘটনাস্থলে রয়েছে বন দফতর এর কর্মীরা। তা সত্ত্বেও ওই এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। গড়বেতায় হাতির হামলার ঘটনা নতুন নয়।
আর ও পড়ুন ট্রেনে নতুন স্টপেজ সংযোজনের সিদ্ধান্ত বাড়ানো হলো
কিন্তু আলু চাষের সময় নতুন করে হাতির দল চলে আসায় বিপাকে পড়েছেন ওই এলাকার আলুচাষিরা। তাই অনেক কষ্ট করে আলু চাষ যদি হাতির হামলায় নষ্ট হয়ে যায় তাহলে সব চেয়ে ক্ষতির মুখে পড়বেন আলুচাষিরা। সেই জন্য আলুচাষিদের চোখেমুখে আতঙ্কের ছাপ।
উল্লেখ্য, গড়বেতায় ঢুকলো ষোলটি হাতির দল ।আলু চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার খড়িকাশুলির জঙ্গলে ১৬ টি হাতির দল ঢুকেছে।বন দফতর সূত্রে জানা গিয়েছে গড়বেতা থানার আমলাগোড়া হয়ে গণগণিতে শিলাবতী নদী পেরিয়ে আগ্রা ,ধাদিকা অঞ্চল হয়ে খড়িকাশুলির জঙ্গলে ঘাঁটি গেড়েছে হাতির দলটি।
যাত্রাপথে হাতির দলটি প্রচুর আলুক্ষেত তছনছ করেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বন দফতরের পক্ষ থেকে ওই হাতির দলকে বাঁকুড়ার দিকে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানানো হয়। তবে নতুন করে হাতির দল ওই এলাকায় চলে আসায় রীতিমতো আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা ।সেইসঙ্গে খাবারের সন্ধানে হাতির দল আলু খেতে গিয়ে তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার আলুচাষিরা।
যার ফলে আলু চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ওই এলাকার বাসিন্দারা। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে জঙ্গল এলাকার রাস্তা দিয়ে সন্ধ্যার পর যাতায়াত করতে নিষেধ করা হয়েছে ।ঘটনাস্থলে রয়েছে বন দফতর এর কর্মীরা। তা সত্ত্বেও ওই এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। গড়বেতায় হাতির হামলার ঘটনা নতুন নয়।