গড়িয়াহাটের দোকানে বিধ্বংসী অগ্নিকান্ড

গড়িয়াহাটের দোকানে বিধ্বংসী অগ্নিকান্ড

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

গড়িয়াহাটের দোকানে বিধ্বংসী অগ্নিকান্ড। আজ  সকালে গড়িয়াহাটের একটি দোকানে বিধ্বংসি আগুন লাগলো। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। অগ্নিকান্ডের  ঘটনায় ও হতাহতের খবর পাওয়া যায়নি। কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। স্থানীয় সুত্রে জানা গিয়েছে,   ১৯ নম্বর ডোভার টেরেসে প্রথম আগুন লাগে। এখানে আগুন এতটাই ভয়াবহ ছিল যে দমকল কর্মীরা এই দোকানের শাটার এবং দরজা ভেঙে ফেলার কাজ করছেন। একটি সিলিন্ডার বাস্ট হয়ে দোকানে আগুন লেগেছে বলে জানা গেছে।

 

আগুন লাগার পরেই স্থানিয় বাসিন্দারা ছুটে যান এবং প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান।স্থানীয় এলাকাবাসীদের  দাবি, আগুন লাগার প্রায় একঘণ্টা পরে দমকল এসে পৌছায় ওই  এলাকায়। তারা আরও জানিয়েছেন যে বিএবারির অনুষ্ঠান থাকায় দোকানের ভেতরে কেউ ছিলেননা। সকাল পাঁচটা নাগাদ আগুন লাগার পরে প্রায় তিনটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। আগুন নেভাতে গিয়ে খুব সামান্যভাবে আহত হয়েছেন স্থানীয় এলাকার  দুই যুবক। যদিও সিলিন্ডার বাস্ট করার পরেও খুব বেশি ক্ষতিগ্রস্থ হয়নি।

 

প্রাথমিকভাবে দমকলের অনুমান, কোনও একটি পুরনো সুইচ যা চালু অবস্থায় ছিল, সেখান থেকেই শর্ট সার্কিট হয়ে আগুন লাগে দোকানে। কুলিং ডাউন সম্পন্ন হওয়ার পরে ফরেন্সিক তদন্তে বোঝা যাবে কেন লাগে এই আগুন। জানা গেছে, যে বাড়িতে আগুন লেগেছ সেটি নামেই একটি দোকান। বেশ কিছুদিন ধরে  কিছু মানুষ সেখানে থাকতেন।

 

আর ও পড়ুন    নিজের হাতেই পোস্টার লাগিয়ে প্রচার শুরু করলেন রবীন্দ্রনাথ ঘোষ  

 

উল্লেখ্য,আজ  সকালে গড়িয়াহাটের একটি দোকানে বিধ্বংসি আগুন লাগলো। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন।  অগ্কোনিকান্নডের ঘটনায় ও হতাহতের খবর পাওয়া যায়নি। কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। স্থানীয় সুত্রে জানা গিয়েছে,   ১৯ নম্বর ডোভার টেরেসে প্রথম আগুন লাগে। এখানে আগুন এতটাই ভয়াবহ ছিল যে দমকল কর্মীরা এই দোকানের শাটার এবং দরজা ভেঙে ফেলার কাজ করছেন। একটি সিলিন্ডার বাস্ট হয়ে দোকানে আগুন লেগেছে বলে জানা গেছে।আগুন লাগার পরেই স্থানিয় বাসিন্দারা ছুটে যান এবং প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান।

 

স্থানীয় এলাকাবাসীদের  দাবি, আগুন লাগার প্রায় একঘণ্টা পরে দমকল এসে পৌছায় ওই  এলাকায়। তারা আরও জানিয়েছেন যে বিএবারির অনুষ্ঠান থাকায় দোকানের ভেতরে কেউ ছিলেননা। সকাল পাঁচটা নাগাদ আগুন লাগার পরে প্রায় তিনটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। আগুন নেভাতে গিয়ে খুব সামান্যভাবে আহত হয়েছেন স্থানীয় এলাকার  দুই যুবক। যদিও সিলিন্ডার বাস্ট করার পরেও খুব বেশি ক্ষতিগ্রস্থ হয়নি। প্রাথমিকভাবে দমকলের অনুমান, কোনও একটি পুরনো সুইচ যা চালু অবস্থায় ছিল, সেখান থেকেই শর্ট সার্কিট হয়ে আগুন লাগে দোকানে। কুলিং ডাউন সম্পন্ন হওয়ার পরে ফরেন্সিক তদন্তে বোঝা যাবে কেন লাগে এই আগুন। জানা গেছে, যে বাড়িতে আগুন লেগেছ সেটি নামেই একটি দোকান। বেশ কিছুদিন ধরে  কিছু মানুষ সেখানে থাকতেন।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top