রসিকবিলে নতুন অতিথির আগমন, জন্ম নিল ২২ টি ঘড়িয়াল। রসিকবিল জু পর্যটনকেন্দ্রে নতুন অতিথির আগমন হল। তবে এই অতিথিরা মোটেই বাইরে থেকে আসেনি। রসিকবিলে জন্ম হল ২২ টি ঘড়িয়ালের। আরো বেশ কয়েকটি ডিম ফোটার বাকি রয়েছে,বলে বনদপ্তর জানিয়েছে । নতুন জন্মানো ২২ টি ঘড়িয়াল সুস্থই রয়েছে বলে খবর রসিকবিল সূত্রে ।
রসিকবিলে আগত ১৫ টি ম্যাকাও পর, নতুন ঘড়িয়াল জন্ম নেওয়ায় পর্যটকদের কাছে রসিকবিলের গুরত্ব বাড়লো বলেই মনে করা হচ্ছে।
কোচবিহার জেলার বন আধিকারিক সঞ্জিত কুমার সাহার বলেন, রসিকবিলে কৃত্রিম প্রজনন কেন্দ্রে ঘড়িয়ালের ডিম থেকে বাচ্চা ফোটানোর চেষ্টা চলছিলো। এ জন্য নার্সারিতে নির্দিষ্ট তাপমাত্রায় ডিমগুলি রাখা হয়েছিল । অবশেষে দীর্ঘদিনের প্রচেষ্টার পর ,ডিম ফুটে ২২ টি বাচ্চা বের হয়েছে । আমরা । বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, রসিকবিলে এখন ১১টি ঘড়িয়াল আছে। বছর দু’য়েক ধরে এদের ডিম থেকে বাচ্চা ফোটানোর উদ্যোগ নেওয়া হলেও তা বিফলে গিয়েছিল । একাধিক সিসিটিভি নজরদারির মাধ্যমে এবার ঘড়িয়ালের ৬৬টি ডিম সংগ্রহ করে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়েছিল।
এ জন্য কৃত্রিম প্রজনন কেন্দ্র বা নার্সারি তৈরি করা হয়েছে। সেখানেই এতদিন ঘড়িয়ালের ডিমগুলিকে ফোটানোর চেষ্টা চলছিল । উত্তরবঙ্গের আবহাওয়ায় বৃষ্টিপাত বেশি। তাই বিগত দিনে ডিম পচে যাচ্ছিল। ঘড়িয়ালের প্রকৃত আবাসস্থলে তাপমাত্রা বেশি থাকে। তাই এবার কৃত্রিম উপায়ে বালির বেড বানিয়ে ডিম রাখার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে প্রয়োজনীয় নির্দিষ্ট তাপমাত্রা ও। নিয়মিত সেগুলি পরিমাপ করার পর, অবশেষে ডিম ফুটে ২২ টি নতুন অতিথি পেল রসিকবিল।
আরও পড়ুন – কেন এটিএম-এ 4-সংখ্যার পিন থাকে, এটিএম সম্পর্কে 6 তথ্য যা আপনাকে অবাক করে দেবে!
উল্লেখ্য, রসিকবিল জু পর্যটনকেন্দ্রে নতুন অতিথির আগমন হল। তবে এই অতিথিরা মোটেই বাইরে থেকে আসেনি। রসিকবিলে জন্ম হল ২২ টি ঘড়িয়ালের। আরো বেশ কয়েকটি ডিম ফোটার বাকি রয়েছে,বলে বনদপ্তর জানিয়েছে । নতুন জন্মানো ২২ টি ঘড়িয়াল সুস্থই রয়েছে বলে খবর রসিকবিল সূত্রে । রসিকবিলে আগত ১৫ টি ম্যাকাও পর, নতুন ঘড়িয়াল জন্ম নেওয়ায় পর্যটকদের কাছে রসিকবিলের গুরত্ব বাড়লো বলেই মনে করা হচ্ছে।