ঘণ্টায় ৮০ কিমি গতিতে বাস, চালকের চোখ মোবাইলে! ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা ও ক্ষোভ

ঘণ্টায় ৮০ কিমি গতিতে বাস, চালকের চোখ মোবাইলে! ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা ও ক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ভাইরাল – দেশজুড়ে যাত্রিবাহী বাস দুর্ঘটনার খবর নতুন নয়, কিন্তু এবার সেই আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে এক চাঞ্চল্যকর ভিডিও। কর্নাটকে এক বাসচালকের ভিডিও এখন সমাজমাধ্যমে ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে— ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ছুটছে বাস, আর চালকের চোখ গাড়ির রাস্তায় নয়, মোবাইলের পর্দায়!

ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যায়, বাসচালক স্টিয়ারিং এবং স্পিডোমিটারের মাঝখানে ফোন রেখে ভিডিও দেখছেন। সেই সময় বাসটি দ্রুত গতিতে একের পর এক গাড়িকে ওভারটেক করছে। ঘটনাটি বাসের কেবিন থেকেই কেউ গোপনে রেকর্ড করেন এবং পরে সেটি পোস্ট করা হয় ‘নন্দন’ নামে এক্স হ্যান্ডলে। প্রকাশ্যে আসতেই ভিডিওটি ভাইরাল হয়, আর তাতে ক্ষোভে ফেটে পড়ে নেটিজেনরা।

ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ ভিডিওটি দেখেছেন ও শেয়ার করেছেন। কমেন্ট সেকশনে নিন্দার ঝড় বইছে। এক নেটাগরিক লিখেছেন, “এই ধরনের দায়িত্বজ্ঞানহীন চালকের কারণেই প্রতিদিন রক্ত ঝরছে রাস্তায়। কর্তৃপক্ষের উচিত এমন চালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া।” অন্য এক জনের মন্তব্য, “যাত্রীরা চালকের উপর ভরসা করে যাত্রা করেন, আর সেই বিশ্বাসের এমন অপমান অমার্জনীয়।”

কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও, ভিডিওর ভিত্তিতে তদন্তের দাবি উঠছে। প্রশ্ন উঠেছে, নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারির অভাবে এই ধরনের ঘটনা বারবার ঘটছে কেন? সাধারণ মানুষের বক্তব্য একটাই— এমন দায়িত্বজ্ঞানহীন চালকদের হাতে হাজারো প্রাণের নিরাপত্তা তুলে দেওয়া আর চলবে না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top