ঘনিষ্ট দৃশ্যের ছবি সামাজিক মাধ্যমে আপলোড করে এক গৃহবধূকে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল ভাঙড়ের এক যুবকের বিরুদ্ধে। হাজার অনুরোধ করেও ছাড় পাননি ওই বধূ।এই ঘটনায় সংসার ভেঙেছে বধূর।বিষয়টি নিয়ে তিনি অত্যন্ত আতঙ্কিত।এরপর ওই বধূ বুধবার ভাঙড় থানায় প্রাক্তন প্রেমিক আলম মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ভাঙড় থানায়।পুলিশ অভিযোগের পরই ওই যুবককে গ্রেপ্তার করে।ধৃতকে বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।
আরও পড়ুন – দিনহাটায় প্রচারে এসে দলীয় কর্মীদের সতর্ক করলেন উদয়ন
পুলিশ সূত্রে খবর, ভাঙড় থানা এলাকার বাসিন্দা ওই বধূর একসময় প্রেম ভালবাসার সম্পর্ক ছিল কাশীপুর থানা এলাকার বাসিন্দা আলম মোল্লার।অভিযোগ, আলম একবার ওই তরুণীকে বেড়ানোর নাম করে ধামাখালি গেস্ট হাউসে নিয়ে যায়।সেখানে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার সময় বান্ধবীর নগি ছবি মোবাইলে তুলে রাখে।ইতিমধ্যে ওই তরুণীর বাড়ির লোক যুবকের বাড়ি গিয়ে বিয়ের প্রস্তাব দেওয়ার সময় জানতে পারে আলম বাড়িতে তাঁর স্ত্রী ও দুই সন্তান আছে। ফলে মেয়েকে তাঁরা অন্যত্র বিয়ে দেন।অভিযোগ, বছর দুয়েক সংসার ধর্ম করার পর হঠাত প্রাক্তন প্রেমিকার স্বামীর কাছে প্রাক্তন প্রেমিক আলম আপত্তিকর ছবি পাঠায়।তাতে স্বামী ওই তরুণীকে বাপের বাড়িতে তুলে দিয়ে যায়।
এভাবে কয়েকদিন চলার পর আলম গত ১২ নভেম্বর ফেসবুকে তরুণীর কিছু আপত্তিকর ছবি পোষ্ট করে।এবার আর দেরি না করে ১৫ তারিখ থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।ধৃতের বাড়ি কাশীপুর থানা এলাকার বামুনিয়া গ্রামে। ঘনিষ্ট দৃশ্যের ছবি