শনি মন্দিরের ঘন্টা চুরির অভিযোগে এক যুবককে বেঁধে রাখলো স্থানীয় বাসিন্দারা

শনি মন্দিরের ঘন্টা চুরির অভিযোগে এক যুবককে বেঁধে রাখলো স্থানীয় বাসিন্দারা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ঘন্টা

শনি মন্দিরের ঘন্টা চুরির অভিযোগে এক যুবককে বেঁধে রাখলো স্থানীয় বাসিন্দারা ।  বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের স্কুলপাড়া এলাকায়। এই ঘটনার খবর পেয়ে পরে ওই এলাকায় পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ। ক্ষিপ্ত জনতার হাত থেকে অভিযুক্ত ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ ।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মাদকাসক্ত একাংশ যুবকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার  সকলেই। মাদকের নেশায় আসক্ত হয়ে কিছু যুবক এলাকায় চুরির ঘটনা ক্রমাগত ঘটিয়ে চলেছে । বাড়ির লোকেদের অলক্ষ্যে জিনিসপত্র চুরি করছে মাদকাসক্তের দল।  এব্যাপারে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরাতন মালদার বুলবুলি মোড় এলাকার শনি মন্দিরে ঘন্টা চুরির ঘটনা ঘটে। এরপরই কয়েকজন মানুষ ওই মন্দিরের ঘন্টা চুরির বিষয়টি জানতে পেরে অভিযুক্ত যুবক লব কর্মকারকে স্কুলপাড়া এলাকায় ধাওয়া করে ধরে ফেলে। এরপরই তাকে সংশ্লিষ্ট এলাকার একটি খুঁটতে বেঁধে চড় , থাপ্পড় মারে বলে অভিযোগ। অভিযুক্ত যুবক এই ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম বলে ফেলে।

 

আর ও পড়ুন     চিকিৎসকের তৎপরতায় বিরল রোগ থেকে প্রাণে বাঁচলেন ৫৬ বছরের এক ব্যক্তি

 

এদিকে, চুরির ঘটনা জানাজানি হতেই মানুষের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। ভিড় জমা হতে ক্ষোভ শুরু হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এরপরে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দা অজয় কুমার হালদার জানিয়েছেন, এই এলাকায় মাদক বিক্রি এবং মাদকাসক্তের দৌরাত্ম্য ক্রমাগত বেড়েই চলেছে। ঘর বাড়িতে চুরি হচ্ছে। আশেপাশের মন্দিরগুলো চুরির ঘটনা ঘটছে। এলাকায় কিছু যুবক মাদকের নেশায় আসক্ত হয়ে এই ধরনের চুরির ঘটনা ঘটাচ্ছে । এই পরিস্থিতিতে পুলিশকে কড়া নজরদারি চালানো উচিত।

 

পুরাতন মালদা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ জানিয়েছেন, ঘটনাটি শুনেছি। ওই যুবককে পুলিশ আটক করে নিয়ে গেছে। তবে মাদকাসক্তের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা যে প্রতিবাদ জানিয়েছেন তার সঠিক। আমরাও চাই বেআইনি মাদক কারবারীদের ধরপাকড় করুক পুলিশ । তাহলে পরিস্থিতি স্বাভাবিক হবে।

 

পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে, মন্দিরে ঘন্টা চুরির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আরও কয়েকজনের খোঁজ চালানো হচ্ছে। তবে বেআইনি মাদকের কারবার নিয়ে যে অভিযোগ উঠেছে , সে ব্যাপারেও অভিযান চালিয়ে দুষ্কৃতীদের ধরপাকড় করা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top