পাঁচ টাকার কয়েন। খেলার ছলে বিছানায় পড়ে থাকা পাঁচ টাকার কয়েনটি আড়াই বছরের অবুঝ শিশুটি মুখে তুলে নেয়। এরপর ঘটে বিপত্তি। পাঁচ টাকার কয়েনটি আটকে যায় গলায়। জীবন সংশয় হয়ে ওঠে শিশুটির। পরিবারের সদস্যরা শিশুটিকে নিয়ে ছুটে যায় দক্ষিন দিনাজপুর হাসপাতালে। সেখান থেকে চিকিৎসকেরা শিশুটিকে স্থানান্তর করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। আর মালদা মেডিক্যাল কলেজের চিকিৎসকদের তৎপরতায় জীবন ফিরে পায় শিশুটি। ঘন্টা খানেকের প্রচেষ্টায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকের এমন অসাধ্য সাধন করে নজির গড়লেন।দক্ষিন দিনাজপুর জেলার তপন গ্রামের বাসিন্দা শুনিরাম মার্ডি ও প্রমীলা মার্ডির একমাত্র আড়াই বছরের ছেলে সৌম্যজিৎ মার্ডি বিছানায় পড়ে থাকার পাঁচ টাকা কয়েন গিলে ফেলে রবিবার। এরপর শিশুটির অবস্থা সঙ্কটজনক হয়ে যায়। শ্বাসনালীতে কয়েনটি আটকে প্রায় জীবন সংশয় হয় শিশুটির। শিশুটির পরিবার ছুটে দক্ষিন দিনাজপুরের হাসপাতালে। সেখান থেকে শিশুটিকে স্থানান্তর করা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগ টিম অপারেশন ছাড়াই ঘন্টা খানেকের প্রচেষ্টায় কয়েনটি বের করতে সফল হয়।চিকিৎসকদের এমন চেষ্টায় খুশি শিশুটির পরিবার।