দিল্লি -হাড়কাঁপানো শীত আর ঘন কুয়াশার দাপটে কার্যত বিপর্যস্ত উত্তর ভারত-সহ রাজধানী দিল্লি। রবিবার সকালেও দিল্লির আকাশ ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। এর জেরে বিমান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ ও এয়ার ইন্ডিয়া। যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ইতিমধ্যেই জরুরি ট্রাভেল অ্যাডভাইজারি জারি করা হয়েছে।
এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, কুয়াশার কারণে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় একাধিক ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় সংস্থাটি তাদের বিশেষ ‘ফগ-কেয়ার’ উদ্যোগ চালু করেছে। কুয়াশার কারণে যেসব ফ্লাইট বাতিল বা দেরিতে চলবে, সেই যাত্রীরা অতিরিক্ত কোনও খরচ ছাড়াই ফ্লাইটের সময় পরিবর্তন করতে পারবেন। এমনকি ফ্লাইট বাতিল করলেও কোনও পেনাল্টি ছাড়াই সম্পূর্ণ টাকা ফেরত পাওয়া যাবে।
অন্যদিকে, দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে, বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি জেনে নিতে। কুয়াশার প্রভাবের পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত কারণেও যাত্রী পরিষেবায় কিছুটা দেরি হতে পারে বলে জানানো হয়েছে।
সামনেই ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সেই কারণে দিল্লি শহর ও বিমানবন্দর চত্বরে নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়ানো হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশা ও বাড়তি নিরাপত্তার কারণে চেক-ইন প্রক্রিয়ায় স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগতে পারে। তাই যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় রেখে বাড়ি থেকে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
কুয়াশার পাশাপাশি রাজধানীর বায়ুদূষণও উদ্বেগজনক আকার নিয়েছে। শনিবার সন্ধ্যায় দিল্লির বায়ুর গুণমান সূচক বা AQI পৌঁছেছে ৪২৮-এ, যা ‘অতি ভয়ানক’ স্তরের মধ্যে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের তরফে দূষণবিরোধী বিধিনিষেধ ‘গ্র্যাপ-৪’ কার্যকর করা হয়েছে।




















