নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৫ ই আগস্ট :তৃণমূল-বিজেপি সংঘর্ষের জেরে জেলা জুড়ে ঘরছাড়া কয়েকশো বিজেপি কর্মী সমর্থক এর পরিবার। তাদেরকে ঘরে ফেরাতে উদ্যোগী জেলা বিজেপি। বারবার পুলিশকে বলেও লাভ না হওয়ায় জেলা শাসকের দ্বারস্থ বিজেপির বীরভূম জেলা সভাপতি শ্যামা প্রসাদ মন্ডল।
এদিন জেলাশাসকের দপ্তর থেকে বেরিয়ে জেলা সভাপতি জানান, বিশেষ করে পারুই, নানুর, সিউড়ি, ময়ূরেশ্বর ও পাইকর থানার পুলিশ তৃণমূলের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে গেছে। তৃণমূলের হয়ে কাজ করছে। তৃণমূল বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করলেও পুলিশ বেছে বেছে বিজেপি কর্মীদের গ্রেফতার করছে, এবং গাজা কেসে ভাসিয়ে দিচ্ছে। যার ফলে বর্ষার মৌসুমে গরিব কৃষকরা জমিতে চাষ করতে পারছে না, চরম অরাজকতা করছে পুলিশ।
বিজেপির জেলা সভাপতির মতে সব থেকে বেশি তৃণমূলের হয়ে কাজ করছে পারুই ও নানুর থানার পুলিশ। তিনি আরো জানান জেলার সমস্ত প্রান্ত মিলিয়ে প্রায় দুই থেকে তিনশ বিজেপি কর্মীর পরিবার এখন ঘরছাড়া। সব থেকে বেশি ঘর ছাড়া রয়েছে সিউড়ি ২ নম্বর ব্লকের জামুরি, হাটইকরা ও নানুর থানার অন্তর্গত বন্দর, দিলটুপুরি ও সাত্তোর সহ বিভিন্ন গ্রাম।
তিনি আরো জানান জেলা সভাপতি কে জানানো সাথে সাথে পুলিশ সুপারকেও জানানো হবে। সমস্ত ব্যাপার জানিয়েছি আমাদের রাজ্য নেতৃত্ব কে। কিন্তু পার্লামেন্ট থাকার জন্য এমপিরা বাংলায় আসতে পারছে না। ৮ তারিখে পার্লামেন্ট শেষ হবে, তারপর জোরদার আন্দোলন শুরু হবে বি জে পির।