
নিজস্ব সংবাদদাতা,জঙ্গিপুর,১৩ই জুলাই :বৃষ্টি হলেই প্রতিবারের মতো এবারও জলবন্দি হলেন জঙ্গিপুর পৌরসভার বার নম্বর ওয়ার্ডের সিনেমা হাউস পাড়ার বস্তিবাসীরা । শনিবার দুপুর থেকেই অঝোরে বৃষ্টি শুরু হতেই কয়েক ঘন্টা জল বন্দী হয়ে পড়েন বস্তিবাসীরা ।
ভেঙ্গে পড়েছে পৌরসভার জল নিকাশি ব্যবস্থা। ঠিক মতো ড্রেনগুলি পরিষ্কার হয় না । একের পর এক জল নিকাশিগুলো দখল হয়ে যাচ্ছে । ধৃতরাষ্ট্রের মত বসে রয়েছেন পৌর কর্তৃপক্ষ । চেয়ারম্যান কোন কথা শুনছেন না আমার কিছু করার নেই বলে ,এড়িয়ে যাচ্ছেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রণব সরকার বলে অভিযোগ বস্তিবাসীর ।

সন্ধ্যা রানী দাস বলেন সামান্য বৃষ্টিতেই বস্তীতে জলমগ্ন হয়ে যায় । তিনি বলেন বস্তীর পাশ দিয়ে হাইড্রেন গেছে । সমস্ত এলাকার জল এই ড্রেন দিয়ে গঙ্গায় পরে । ড্রেনের ওপর দোকান পার্ট গজিয়ে উঠেছে তার মধ্যে একটি কালভার্ট রয়েছে সেটির মুখে ক্যারিব্যাগ সহ অসংখ্য বজ্রপদার্থে ভর্তি ঠিকমতো জল বের হয় না ফলে সামান্য বৃষ্টিতেই আমাদের দুর্ভোগ পোহাতে হয় বলে সন্ধ্যা রানী বলেন ।
টাউন কংগ্রেসের সভাপতি মোহন মাহাতো বলেন এখন সবাই কাটমানি খেতেই ব্যস্থ । জঙ্গিপুর পৌরসভার জল নিকাশি ব্যবস্থা একেবারেই লাটে উঠেছে বলে তিনি অভিযোগ করেন । তিনি আরোও বলেন ১২ নম্বরের শুধুমাত্র সিনেমা হাউস পাড়া বস্তিবাসী নয়। সামান্য বৃষ্টিতেই বেশির ভাগ ওয়ার্ড জলবন্দি হয়ে পরে । সোশ্যাল মিডিয়ায় হামেশাই দেখা যায় । তার দাবি নয়নজলি গুলো দখল মুক্ত করে ড্রেনেজ ব্যবস্থা আরোও উন্নত করা হোক । যাতে বস্তিবাসীরা দুর্ভোগ থেকে মুক্তি পেতে পারে বলে মোহন মাহাতো বলেন ।



















