২১ জুন ২০২১:ত্বকের পরিচর্চার কাজে আলুর গুণ অপরিসীম। পারফেক্ট স্কিনকেয়ার হিসেবে আলুতে রয়েছে প্রচুর উপাদান।প্রতিদিন সূর্যেত তাপ, অতিবেগুনি রশ্মি, দূষণ, ময়লা, ধূলিকণার মতো কয়েকটি ক্ষতিকারক কারণের সংস্পর্শের কারণে ত্বক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। যার ফলে হাইপারপিগমেন্টেশন, ত্বকের উপর কালো ছোপ পড়ে যাওয়া, নিস্তেজ ও শুষ্ক হয়ে যায়। এই জন্য ত্বকের সমস্যাগুলির নিরাময়ের জন্য কিছু প্রাকৃতিক উপাদানের প্রয়োজন হয়। ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে ও নানা সমস্যা থেকে মুক্তি পেতে প্রাকৃতিক গুণসম্পন্ন আলুর রস ব্য়বহার করা উপকারী।

একনজরে জেনে নিন কিভাবে বানাবেন আলুর ফেস প্যাক
একটি ছোট বাটিতে ৩ চা চামচ আলুর রস ও ২ চা চামচ মধু নিয়ে ভালো করে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এই আলুর রসের ফেস প্যাক গোটা মুখে, গলায় লাগিয়ে কিছুক্ষণ মাসাজ করুন। ১০-১৫ মিনিট রেখে অপেক্ষা করুন। শুকিয়ে গেলে স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলুন। সেরা ফলাফলের জন্য এই ফেস প্যাক প্রতিদিন ব্যবহার করতে পারেন।
তবে অবশই যেকোনো শারীরিক এবং মানসিক সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। সুস্থ থাকুন। ভালো থাকুন।