ঘরের দেওয়ালে টিকটিকি? লোকবিশ্বাসে লুকিয়ে থাকতে পারে আশ্চর্য বার্তা!

ঘরের দেওয়ালে টিকটিকি? লোকবিশ্বাসে লুকিয়ে থাকতে পারে আশ্চর্য বার্তা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


অফবিট – অনেকের ঘরের দেওয়ালে হঠাৎ করে দেখা যায় টিকটিকি—কখনও চুপচাপ বসে, আবার কখনও দ্রুত ছুটে বেড়ায়। সাধারণত এটিকে একটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা বলেই ধরে নেওয়া হয়। তবে লোকজ বিশ্বাস ও প্রাচীন শাস্ত্রে ঘরের ভিতরে টিকটিকির উপস্থিতিকে নানা রকম সংকেত বা লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়।

বিশেষত, বাস্তুশাস্ত্র ও তান্ত্রিক মতে মনে করা হয়, টিকটিকির আচরণ কখনও শুভ, কখনও অশুভ ইঙ্গিত বহন করে। যেমন, টিকটিকি যদি ঘরের মূল দরজার আশেপাশে ঘোরাফেরা করে, তা হলে তা নতুন কোনো অতিথি আগমনের ইঙ্গিত বলেও ব্যাখ্যা করা হয়। আবার, কারও গায়ে টিকটিকি পড়লে তা নির্ভর করে শরীরের কোন অংশে পড়েছে—মাথায় পড়লে বলা হয় সাফল্য আসবে, ডান হাতে পড়লে সৌভাগ্য, আর বাঁ হাতে পড়লে তা হতে পারে সতর্কবার্তা।

তবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি ব্যাখ্যা করলে দেখা যায়, টিকটিকি সাধারণত ঘরে আসে খাবারের সন্ধানে—বিশেষ করে ঘরের কোণে থাকা পোকামাকড় বা মশা-মাছির আকর্ষণে। অর্থাৎ, ঘরে টিকটিকি দেখা মানে ঘরটি সম্ভবত পরিষ্কার রাখা দরকার বা সেখানে পোকামাকড়ের উপদ্রব রয়েছে।

এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ, অতিরিক্ত আতঙ্ক বা অন্ধবিশ্বাসে না গিয়ে বরং ঘর পরিচ্ছন্ন রাখা, দরজার ফাঁক-ফোকর বন্ধ রাখা এবং আলো-আঁধারির দিকে নজর দেওয়া জরুরি।

তবে লোককথা আর বিশ্বাসে বিশ্বাস রাখা একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সতর্কতা ও পরিচ্ছন্নতা সব সময়েই শুভ লক্ষণ—এ বিষয়ে কোনও দ্বিমত নেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top