ঘরের ভেতর থেকে দর্জির মৃতদেহ উদ্ধার। মৃতের নাম মহঃ শোয়েব আনসারী(৫৫)।মঙ্গলবার সকালে তার নিজের ঘরের ভেতর থেকে মৃতদেহ উদ্ধার হয়। গলায় ফাঁসের দাগ রয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা। আসল বাড়ি বিহারের খাগারিয়া জেলার কসবা গ্রামে। সে প্রায় ৩৫ বছর ধরে হরিশ্চন্দ্রপুর এলাকায় দর্জির কাজ করতো। পরিবারের সদস্যরা বিহারে থাকে। এখানে সে দোকানের পেছনে একটি ঘর ভাড়া নিয়ে থাকতো।মঙ্গলবার সকালবেলা স্থানীয় বাসিন্দারা দেখে তার ঘরের দরজা খোলা। তার মৃতদেহ মাটিতে পড়ে রয়েছে। গলায় ফাঁসের আঘাতের চিহ্ন রয়েছে। হরিশ্চন্দ্রপুর থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের ধারণা টাকা-পয়সা সংক্রান্ত লেনদেন এর জেরেই এই খুন।