১২ জুন ২০২১: লকডাউনে আপাতত ঘরবন্দি রয়েছেন রাইমা। বাড়িতে বসেই করা কিছু ফটোশুট এই সুযোগে অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিনি। গৃহস্থালীর নানান নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়েই রাইমার এই ‘লকডাউন ফটোশুট’। কাবার্ড, ওয়াশিং মেশিন বা ফ্রিজকে ‘প্রপ’ বানিয়ে এই ফটোশুট করেছেন অভিনেত্রী।এই ছবিকে লক্ষ্য করেই উড়ে এসেছে একের পর এক বিদ্রুপের তীর।

নেটিজেনদের প্রশ্ন, ‘ফ্রিজ খুলে সামনে মলত্যাগ করছেন নাকি রাইমা?’ হ্যাঁ, অভিনেত্রীর এই ছবি তোলার ভঙ্গিকে ‘মলত্যাগ করার ভঙ্গি’ বলেই মনে হয়েছে নেটিজেনদের একাংশের। কয়েকজন আবার পরামর্শও দিয়েছেন রাইমাকে যে খোলা জায়গায় শৌচকর্ম না করতে।

কখনো সাদা অন্তর্বাসের উপর কাফতান জড়িয়ে আবার কখনো স্রেফ একটি ট্যাঙ্ক টপ পরেই পোজ দিয়েছেন রাইমা। আর এতেই ঘটেছে বিপত্তি।

ফ্রিজ খুলে তার সামনে উবু হয়ে বসে ক্যামেরার জন্য পোজ দিয়েছিলেন রাইমা। এই ছবিতে তাঁর পরনে সাদা অন্তর্বাস, তার উপরে একটি প্রিন্টেড কাফতান জড়ানো। সঙ্গে পায়ে লাল হাই হিলস।