খেলা – আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে ভারতের হোম সার্কেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। শুভমান গিলের নেতৃত্বে রোহিত শর্মা ও বিরাট কোহলি ছাড়া এই প্রথম ঘরের মাঠে নামছে টিম ইন্ডিয়া। শক্তির বিচারে ভারত ফেভারিট হলেও শুভমান প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না।
ওয়েস্ট ইন্ডিজ শিবির গত বছর ভারতের মাটিতে নিউজিল্যান্ডের সিরিজ জয়কে অনুপ্রেরণা হিসেবে দেখছে। ফলে দুই দলই সতর্ক মেজাজে।
পিচ নিয়ে তৈরি কৌতূহল। সাধারণত স্পিন সহায়ক হলেও এ বার ঘাস দেখা যাচ্ছে উইকেটে। শুভমান বলেছেন, ব্যাটার ও বোলার উভয়ের সুবিধা হবে এমন ভারসাম্যপূর্ণ উইকেট চাই ভারত। কুলদীপ যাদবকেও একাদশে দেখা যেতে পারে, যিনি সাম্প্রতিক ফর্মে দুর্দান্ত।
