বুধবার মহকুমা শাসকের সঙ্গে বৈঠকের পর নৌকায় করে ঘাটালের প্লাবিতদের খোঁজ নেন সাংসদ এবং অভিনেতা দেব। পশ্চিম মেদিনীপুরের অন্য এলাকার পরিস্থিতি কিছু উন্নতি হলেও ঘাটালের ছবিটা একই রয়ে গেছে।
বুধবার প্রশাসনিক কর্তাদের সঙ্গে নৌকায় করে ঘাটালের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হরিদাসপুর গ্রাম পরিদর্শন করেন দেব। জলে ডুবে থাকা বাড়িগুলির, ছাদে দাঁড়িয়ে থাকা মানুষদের কাছ থেকে একাধিক অভিযোগ আসে।
ঘাটালের বন্যা পরিস্থিতি দেখে সম্পূর্ণ হতাশ দেব। এক মাসের ব্যবধানে দুবার বন্যায় প্লাবিত হলো ঘাটাল মহকুমা। টানা বৃষ্টির পাশাপাশি ডিভিসি-এর জল ছাড়ায় পরিস্থিতি আরও খারাপ হয়। বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। রিপোর্ট অনুযায়ী গত ৭ দিনে বন্যায় প্রায় ৮ জনের মৃত্যু হয়েছে।
দিনভর বন্যা কবলিত এলাকা পরিদর্শন করার পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দেন তারকা সাংসদ দেব। সংবাদমাধ্যমকে তিনি জানান, যারা ভোটের আগে একাধিকবার চার্টার্ড ফ্লাইট করে বাংলায় এসেছিলেন তাঁদের এখন দেখা যাচ্ছে না। কোথায় গেলেন বিজেপির সেই নেতৃত্বরা। এই ভাবেই কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন দেব।