মঙ্গলবার বেলা ১ টা নাগাদ ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকার একটা বড় অংশ জলের তলায় ডুবে রয়েছে। মানুষ রাস্তায় নৌকা নিয়ে যাতায়াত করছে। মুখ্যমন্ত্রীর চোখে এমনই পরিস্থিতি ধরা পড়লো। এরপরই দুর্গতদের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কেন্দ্রকে এই পরিস্থিতির জন্য দায়ী করে তুলোধোনাও করেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ঝাড়গ্রাম থেকে হেলিকপ্টারে করে আসার সময়ই তিনি এই পরিস্থিতি দেখেছিলেন। এই পরিস্থিতিতে যাঁরা দুর্গতদের পাশে দাঁড়িয়ে সাহায্য করছেন তাঁদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি তিনি জানান প্রশাসনকে এখানে আরও অনেক কাজ করতে হবে। আরও অনেক ক্যাম্প করতে হবে।
টানা বৃষ্টিতে ঘাটাল সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা জলের তলায় চলে যায়। অন্যান্য এলাকায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ঘাটালে কোনও উন্নতি হয়নি। এই পরিস্থিতির জন্য সরাসরি কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে অনেকবার বলা হয়েছে। এটা কেন্দ্রীয় সরকারের প্ল্যান। কিন্তু, কেন্দ্রীয় সরকার কিছুতেই এই প্ল্যানের অনুমতি দিচ্ছে না’। সিগ্রই তিনি এই বিষয় নিয়ে কেন্দ্রের কাছে আবেদন জানাবেন বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।