ঘাটালের মনশুকায় ঝুমি নদীর উপর থাকা বাঁশ এর সেতু ভেঙে যাওয়ায় প্রায় পনের টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনশুকা বেরার ঘাট এলাকায় ঝুমি নদীর উপর থাকা বাঁশের সেতুটি প্রবল জলের স্রোতে ভেঙে যায়। যার ফলে বুধবার ওই এলাকার প্রায় 15 টি গ্রামের মানুষের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সপ্তমী থেকে দশমী পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ায় ঝুমি নদীতে জল বাড়ছে। প্রবল জলের স্রোতে ঝুমি নদীর উপর থাকা ওই বাঁশের সাঁকোটি ভেঙে গিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।
যার ফলে মহা দশমীর দিন ওই এলাকার বাসিন্দারা একেবারে হতাশ হয়ে পড়েন । বাঁশ এর সাঁকোটি ভেঙে যাওয়ায় প্রায় 15 টি গ্রামের মানুষ এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ঘাটাল ব্লক প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে মানুষের যাতায়াতের জন্য একটি নৌকোর ব্যবস্থা করেছে।
আরও পড়ুন – দখলে থাকা ইউক্রেনের লিমান শহর থেকে সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হলো রুশ সেনারা
তবে তাতে হাতে গোনা কিছু মানুষ পারাপার করতে পারছে, যার ফলে সমস্যা দেখা দিয়েছে। নদীর জল কমলে ওই ভেঙ্গে যাওয়া বাঁশ এর সেতু টি কে মেরামত করা হবে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়। এছাড়াও শিলাবতি নদীতে জল বাড়ায় চন্দ্রকোনা টাউন থানার ভগবন্তপুর ১ ও ২ গ্রাম পঞ্চায়েত এর বিভিন্ন এলাকার মানুষ কার্যত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে । ভগবন্তপুর এলাকায় স্থানীয় বাসিন্দারা নৌকর ব্যবস্থা করে নিজেদের কাজে যাতায়াত করছে। সেইসঙ্গে ওই এলাকার বাসিন্দারা স্থানীয় প্রশাসনকে এলাকার মানুষের যাতায়াতের জন্য নৌকার ব্যবস্থা করার আবেদন জানিয়েছে।
উল্লেখ্য, ঘাটালের মনশুকায় ঝুমি নদীর উপর থাকা বাঁশ এর সেতু ভেঙে যাওয়ায় প্রায় পনের টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনশুকা বেরার ঘাট এলাকায় ঝুমি নদীর উপর থাকা বাঁশের সেতুটি প্রবল জলের স্রোতে ভেঙে যায়। যার ফলে বুধবার ওই এলাকার প্রায় 15 টি গ্রামের মানুষের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে।