ঘাটালের শ্যামপুরে বন্যায় পরিবহণ কর্মীর দেহ উদ্ধার, প্লাবিত এলাকা এখনও জলের নিচে

ঘাটালের শ্যামপুরে বন্যায় পরিবহণ কর্মীর দেহ উদ্ধার, প্লাবিত এলাকা এখনও জলের নিচে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পশ্চিম মেদিনীপুর – ঘাটালের শ্যামপুর এলাকায় প্রবল বন্যার পানিতে ভেসে থাকার পর এক পরিবহণ কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম রাজীব সিংহ রায়, বয়স ৪৩ বছর, বাড়ি অজবনগর গ্রামে। বৃহস্পতিবার কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বন্যার জলে পড়ে তিনি তলিয়ে যান বলে জানা গেছে। নিখোঁজের খবর পেয়ে জাতীয় দুর্যোগ প্রতিকার বাহিনী (NDRF) তৎপর হয়ে খোঁজাখুঁজি শুরু করেছিল। শুক্রবার তার দেহ শ্যামপুর এলাকায় ভেসে ওঠে এবং পরিবারের সদস্যরা তা শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য দেহ ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, ঘাটালের বিস্তীর্ণ অঞ্চল এখনো বন্যার জলে প্লাবিত রয়েছে। পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে, ফলে স্থানীয় বাসিন্দারা ডিঙ্গি চড়ে দূর থেকে জল সংগ্রহ করে ব্যবহার করছেন। ঘাটাল পুরসভার ১২টি ওয়ার্ড এবং একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা এখনও জলের নিচে। সরকারি নৌকা দিয়ে আড়গোড়া-চাতাল রাজ্য সড়কে যাত্রী পারাপার চলছে। স্থানীয়রা জানাচ্ছেন, প্রতিদিনই হালকা থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় জলস্তর ক্রমবর্ধমান হচ্ছে। তাই লক্ষাধিক মানুষ নৌকা ও ডিঙ্গি ব্যবহার করে চলাচল করছেন।

এই প্লাবিত এলাকা পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় সাংসদ দীপক অধিকারী, যিনি অভিনেতা দেব নামেও পরিচিত। তারা পরিস্থিতির খবর নিয়ে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দফতরকে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নিতে নির্দেশ দিয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top