ঘাটালে কি এবার নৌকো চলবে না? নৌকো মালিকদের হুঁশিয়ারিতে চিন্তার ভাঁজ প্রশাসনের। বর্ষা এসে গিয়েছে। বন্যার আশঙ্কা থাকছে। নৌকো ভাড়া টাকা না মেলার অভিযোগ তুলে সরব নৌকো মালিকরা। তাঁদের হুমকি, চলতি বছরে বন্যায় নৌকো দেবে না, আর এতে অস্বস্তিতে ঘাটাল ব্লক প্রশাসন।
উল্লেখ্য, বন্যা আসলে প্রতিবছর ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় বন্যায় বেশ কিছু দিন ধরে জলমগ্ন এলাকা। জলের তলায় ডুবে থাকে একাধিক ব্লক,বিশেষ করে ঘাটাল ব্লকের ১২ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৯ টি গ্রাম পঞ্চায়েত এলাকা, ঘাটাল পৌর এলাকা, এমনকি রাজ্য সড়কে জলের তলায় ডুবে যায়, সেই সময় ঘাটাল মানুষের যোগাযোগের একমাত্র অবলম্বন হয়ে থাকে নৌকো।
সরকারিভাবে বন্যা কবলিত মানুষকে নৌকো পরিষেবা দেয়ার জন্য গ্রাম পঞ্চায়েত, পৌরসভা, পূর্ত দফতর এমনকি পুলিশ প্রশাসন নৌকো ভাড়া নেয় বন্যা কবলিত গ্রামবাসীর কাছে । সেই সময় শুধু গ্রাম পঞ্চায়েতগুলিকে নৌকো ভাড়া গুনতে হয় ২৫-৩০ লক্ষ টাকা। আর সেই নৌকো গ্রাম পঞ্চায়েতকে ভাড়া দিয়ে বছর ঘুরে আবার বর্ষা এলেও সঠিকভাবে টাকা না মেলায় নৌকো মালিকদের হুঁশিয়ারি, তাঁরা নৌকো দেবেন না এই বছর বন্যায়।
আরও পড়ুন – টেক সাপোর্টের নাম করে জার্মানির বাসিন্দাদের, বিদেশি মুদ্রায় লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার ৪
সেই নৌকো ভাড়া সঠিকভাবে না মেলায় নৌকো মালিকদের হুঁশিয়ারি এই বৎসর তারা নৌকো দেবে না। ঘাটাল ব্লকের নৌকা মালিকদের অভিযোগ ভাড়ার টাকা বছর গড়াতে গেলেও এখনও সম্পূর্ণ টাকা মেলেনি, তাই তারা ঠিক করেছে তারা আর নৌকো ভাড়ায় দেবে না।
উল্লেখ্য, বর্ষা এসে গিয়েছে। বন্যার আশঙ্কা থাকছে। নৌকো ভাড়া টাকা না মেলার অভিযোগ তুলে সরব নৌকো মালিকরা। তাঁদের হুমকি, চলতি বছরে বন্যায় নৌকো দেবে না, আর এতে অস্বস্তিতে ঘাটাল ব্লক প্রশাসন। উল্লেখ্য, বন্যা আসলে প্রতিবছর ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় বন্যায় বেশ কিছু দিন ধরে জলমগ্ন এলাকা। জলের তলায় ডুবে থাকে একাধিক ব্লক,বিশেষ করে ঘাটাল ব্লকের ১২ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৯ টি গ্রাম পঞ্চায়েত এলাকা, ঘাটাল পৌর এলাকা, এমনকি রাজ্য সড়কে জলের তলায় ডুবে যায়, সেই সময় ঘাটাল মানুষের যোগাযোগের একমাত্র অবলম্বন হয়ে থাকে নৌকো।