রাজ্য – বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ৫০০ কোটি টাকার বড়সড় বরাদ্দের ঘোষণা করা হয়েছে। বুধবার রাজ্য বিধানসভায় বাজেট পেশের সময় এই ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, আগামী দুই বছরের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
প্রতি বছর বর্ষায় ঘাটাল সংলগ্ন এলাকায় প্রচুর মানুষ বন্যার কবলে পড়েন এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের দাবি বহু পুরোনো। তবে কেন্দ্র ও রাজ্যের সংঘাতের কারণে প্রকল্পের কাজ এতদিন বারবার থমকে ছিল।
সম্প্রতি রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছিলেন, ফেব্রুয়ারি মাসেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। মোট ১২৩৮ কোটি টাকার এই প্রকল্পের জন্যই রাজ্য সরকার এবার প্রাথমিকভাবে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে।
ঘাটাল মাস্টার প্ল্যানের পাশাপাশি বাজেটে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণাও করা হয়েছে। নদীকেন্দ্রিক মানুষের উন্নতির জন্য ‘নদী বন্ধন’ প্রকল্পে বরাদ্দ হয়েছে ২০০ কোটি টাকা। এছাড়াও নদী ভাঙন রোধে ২০০ কোটি টাকা এবং গঙ্গাসাগরে চার লেনের সেতু নির্মাণে অতিরিক্ত ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
