ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের বিতর্ক, দেবকে নিশানা দিলীপ ঘোষের

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের বিতর্ক, দেবকে নিশানা দিলীপ ঘোষের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পশ্চিম মেদিনীপুর – ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কার্যত রাজনৈতিক তরজায় ফের উত্তাল ঘাটাল। বর্ষা নামলেই জলে ডুবে যায় এলাকা, জনজীবন বিপর্যস্ত হয় প্রতি বছরই। সেই দীর্ঘদিনের সমস্যার সমাধানে ঘোষিত ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বাস্তবে কোনও অগ্রগতি না হওয়ায় ফের মুখ খুলেছেন তৃণমূল সাংসদ দেব। একই সঙ্গে তাঁকে নিশানা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষও।

এক সাক্ষাৎকারে দেব বলেন, “যতদিন না হচ্ছে ততদিন গাল খেতে হবে।” তিনি দাবি করেন, প্রকল্পটি অনুমোদনের পিছনে তাঁর বড় ভূমিকা ছিল। তৃণমূল সাংসদ জানান, “আমার আগেও অনেক সাংসদ ছিলেন, কিন্তু আমি-ই ২০০০ কোটির প্রকল্পে ৭০০ কোটির অনুমোদন করালাম।” তিনি আরও বলেন, কাজ শুরু হয়েছে এবং আগামী পাঁচ বছরে তা শেষ হয়ে যাবে বলেও তাঁর আশাবাদ।

এদিকে দিলীপ ঘোষের অভিযোগ, দেব ঘাটালের মানুষকে “ধোঁকা” দিচ্ছেন। তাঁর দাবি, রাজনৈতিক চাপে এবং ব্ল্যাকমেলের ফলে দেব রাজনীতি করছেন। এমনকি গরু ও কয়লা পাচার মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেবকে ভয় দেখিয়ে ভোটে দাঁড় করানো হয়েছে।

তবে দেবের দাবি, রাজনীতি থেকে সরে যাওয়ার পরও তাঁকে আবার ফিরিয়ে আনা হয় শর্তসাপেক্ষে। তিনি জানান, “শোনা অভ্যাস হয়ে গেছে। কিন্তু কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাকে গাল খেতে হবে, সেটাও মেনে নিয়েছি।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top