নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর,৬ই সেপ্টেম্বর : ঘুমন্ত অবস্থায় খুন পেশায় গৃহশিক্ষক এক বিজেপির কর্মী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার কালীপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম খোকন মান্ডি বয়স ৪২ বছর। জানা যায়, গোয়ালতোড় থানার কালীগ্রামে স্ত্রী ও দুই ছেলে নিয়ে বসবাস করতেন খোকন বাবু। দুই ছেলে পড়াশোনা সুত্রে বাইরে থাকেন। গতকাল রাত্রি ১১ টায় যখন তিনি বাড়ি ফেরেন, তখন তাঁর স্ত্রী ঘুমিয়ে পড়েছিলেন। তিনি বাড়ি ফিরে বারান্দায় ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে খোকন বাবুর স্ত্রী উঠে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তার স্বামী খোকন মান্ডি।
সঙ্গে সঙ্গে স্থানীয়দের ডাকাডাকি করেন তিনি। তবে ততক্ষনে মৃত্যু হয় খোকনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালতোড় থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্থানীয়রা জানান, খোকন বাবু বিজেপির একজন সক্রিয় সদস্য ছিলেন। কে বা কারা নৃশংস ভাবে তাকে বাড়িতে ঢুকে খুন করেছে তার তদন্তে নেমেছে পুলিশ । খুনীদের শাস্তির দাবিতে সরব গ্রামবাসীরা। জেলা পুলিশ সুপার দীনেশ কুমার বলেন ঘটনার তদন্ত চলছে, তবে এর পিছনে কোন রাজনৈতিক কারণ নেই।