ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করা হলো চিতাবাঘ । বৃহস্পতিবার সকালে চিতা বাঘের আতঙ্ক ছড়াল কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায়। পূর্ণবয়স্ক চিতা বাঘ গোটা এলাকা জুড়ে দাপিয়ে বেড়ায় বেশ কয়েক ঘণ্টা। খবর পেয়ে বন দফতরের কর্মী ও পুলিশ প্রশাসন ঘটনা স্থলে ছুটে যায়। ফলে ব্যাপক আতঙ্কে তৈরি হয় সেখানকার বাসিন্দা দের মধ্যে।
বাঘ দেখতে প্রচুর মানুষ ভিড় করা কার্যত ভয় পেয়ে ভাগ আশ্রয় নেয় একটি বাড়ির বাথরুমে। সেখানথেকে সেখান থেকেই পরবর্তীতে উদ্ধার হয় বাঘ। কোন হতাহতের খবর পাওয়া যায় নি। কোচবিহার ডিভিশনের বনদপ্তরের আধিকারিক সঞ্জীব কুমার সাহা বলেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে চিলাপাতা অথবা পাতলা খাওয়ার জংগল থেকে ওই চিতা বাঘ টি কোচবিহার শহরে চলে এসেছে।
র্তমানে পথ কুকুররা সহজ শিকার, তাদের লোভেই মূলত শহরে প্রবেশ করছে চিতা। সাম্প্রতিক কালে কোচবিহার শহরে চিতা বাঘ প্রবেশের ঘটনা দেখা যায় নি। এলাকাবাসীদের সুরক্ষা স্বার্থে কোচবিহার মহকুমা প্রশাসনের তরফে ১৪৪ ধরা জারি করা হয়েছে পুরো এলাকায়।
আর ও পড়ুন শহীদ তিতুমীরের ২৪১ তম জন্মদিন উদযাপন নারকেলবেড়িয়ায়
শেষ পর্যন্ত ঘুম পাড়ানির ইঞ্জেকশন গুলি ছুড়ে চিতা বাঘ টি কে কাবু করতে সক্ষম হয়েছে বন দফতরের কর্মীরা। ওই চিতা টিকে প্রাথমিক চিকিৎসার পর জলদাপাড়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতর সুত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য,ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করা হলো চিতাবাঘ । বৃহস্পতিবার সকালে চিতা বাঘের আতঙ্ক ছড়াল কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায়। পূর্ণবয়স্ক চিতা বাঘ গোটা এলাকা জুড়ে দাপিয়ে বেড়ায় বেশ কয়েক ঘণ্টা। খবর পেয়ে বন দফতরের কর্মী ও পুলিশ প্রশাসন ঘটনা স্থলে ছুটে যায়। ফলে ব্যাপক আতঙ্কে তৈরি হয় সেখানকার বাসিন্দা দের মধ্যে।বাঘ দেখতে প্রচুর মানুষ ভিড় করা কার্যত ভয় পেয়ে ভাগ আশ্রয় নেয় একটি বাড়ির বাথরুমে।
সেখানথেকে সেখান থেকেই পরবর্তীতে উদ্ধার হয় বাঘ। কোন হতাহতের খবর পাওয়া যায় নি। কোচবিহার ডিভিশনের বনদপ্তরের আধিকারিক সঞ্জীব কুমার সাহা বলেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে চিলাপাতা অথবা পাতলা খাওয়ার জংগল থেকে ওই চিতা বাঘ টি কোচবিহার শহরে চলে এসেছে। বর্তমানে পথ কুকুররা সহজ শিকার, তাদের লোভেই মূলত শহরে প্রবেশ করছে চিতা। সাম্প্রতিক কালে কোচবিহার শহরে চিতা বাঘ প্রবেশের ঘটনা দেখা যায় নি। এলাকাবাসীদের সুরক্ষা স্বার্থে কোচবিহার মহকুমা প্রশাসনের তরফে ১৪৪ ধরা জারি করা হয়েছে পুরো এলাকায়।