সম্পত্তির লোভে ভাসুর ও ননদের হাতে পিংলার ঘুসুমপুকুর এলাকায় খুন এক গৃহবধূ । সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত মালিগ্রাম অঞ্চলের ঘুসুম পুকুর এলাকায়। সম্পত্তির লোভে গৃহবধূকে খুন করেছে তার ভাসুর এমনটাই অভিযোগ মৃতের বাবা শেখ মোমিনের। দুই আড়াই মাস আগে পিংলা থানার ঘুসুমপুকুর গ্রামের বাসিন্দা শহীদ খানের সাথে বিয়ে হয় প্রায় 25 বছর বয়সি মুসকান বিবির। কাজের সূত্রে শহীদ খান বাইরে থাকেন।
সেই সুযোগকে কাজে লাগিয়ে সম্পত্তির লোভে মুসকানকে সোমবার রাতে খুন করেছে তার ভাসুর রফিজুল খান ও ননদ রুফসানা। মঙ্গলবার সকালে মেয়ের বাবার বাড়ির লোকেদের কে জানানো হয় তাদের মেয়ে মারা গেছে বলে। খবর পেয়ে ওই গৃহবধূর বাবার বাড়ির লোকেরা এসে দেখে মৃত মেয়ের শরীরে বিভিন্ন আঘাতের দাগ রয়েছে। পিংলা থানার পুলিশে খবর দিলে পিংলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়।
আরও পড়ুন – প্রশাসনের ওপর ভরসা করলে হারাতে হবে সন্তানকে, সিপিএম
মৃত গৃহবধূর বাবার বাড়ির পক্ষ থেকে পিংলা থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। পিংলা থানার পুলিশ মৃত ওই গৃহবধুর ভাসুর রফিজুল খান ও ননদ রুফসানা কে আটক করেছে বলে পুলিশ সূত্রে খবর। সেই সঙ্গে পিংলা থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, সম্পত্তির লোভে ভাসুর ও ননদের হাতে পিংলার ঘুসুমপুকুর এলাকায় খুন এক গৃহবধূ । সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত মালিগ্রাম অঞ্চলের ঘুসুম পুকুর এলাকায়। সম্পত্তির লোভে গৃহবধূকে খুন করেছে তার ভাসুর এমনটাই অভিযোগ মৃতের বাবা শেখ মোমিনের। দুই আড়াই মাস আগে পিংলা থানার ঘুসুমপুকুর গ্রামের বাসিন্দা শহীদ খানের সাথে বিয়ে হয় প্রায় 25 বছর বয়সি মুসকান বিবির। কাজের সূত্রে শহীদ খান বাইরে থাকেন।