কলকাতা – ১৬ থেকে ২২ মে-এর মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপর তৈরি হতে পারে গভীর নিম্নচাপ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপটি ঘনীভূত হয়ে তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, বিগত পাঁচ বছরে মে মাসে এই ধরনের তৈরি হওয়া প্রত্যেকটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।তাই এবারের নিম্নচাপটিও ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এই আশঙ্কা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।তবে এই ঘূর্ণিঝড় কি হানা দেবে কলকাতায়? আবহবিদ এইচ.আর বিশ্বাস টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। আগামী তিন-চার দিনের মধ্যে আমরা আরও স্পষ্ট ধারণা দিতে পারব’। পরিসংখ্যান বলছে, বিগত পাঁচ বছরে ২০২০ সালের সুপার সাইক্লোন আমফানের পর থেকে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে একাধিক ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে।
