ঘূর্ণিঝড় ‘মন্থা’-র জেরে বৃষ্টিতে ভিজবে রাজ্য, কবে ফিরবে ঠান্ডা?

ঘূর্ণিঝড় ‘মন্থা’-র জেরে বৃষ্টিতে ভিজবে রাজ্য, কবে ফিরবে ঠান্ডা?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram




রাজ্য – ঘূর্ণিঝড় ‘মন্থা’ এখন সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। তার প্রভাবেই শনিবার ও রবিবার রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার থেকেই শুরু হয়েছে বৃষ্টির দাপট, যা রবিবার পর্যন্ত চলবে বলে মনে করা হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, আগামী সপ্তাহের শুরুতেই আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি ঘটবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ার কিছু এলাকায় আজ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে সতর্কতা জারি হয়েছে।

কলকাতার আকাশে মেঘলা ভাব

রাজধানী কলকাতার আকাশ আগামী কয়েক দিন আংশিক মেঘলা থাকবে। তবে শহরে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ ওঠানামা করবে না—অর্থাৎ ঠান্ডা পড়ার সম্ভাবনা এখনই নেই।

উত্তরবঙ্গের ভারী বৃষ্টি

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির দাপট বজায় থাকবে। আজ শনিবার দার্জিলিং ও কালিম্পং পার্বত্য অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার বহু এলাকায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর ও মালদা জেলাতেও বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত এই প্রবণতা বজায় থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

কবে ফিরবে ঠান্ডা?

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে নিম্নচাপের প্রভাব কমতে শুরু করবে এবং রাজ্যের উত্তর ও দক্ষিণ দুই অঞ্চলেই ধীরে ধীরে বৃষ্টির দাপট কমবে। তারপর থেকেই শীতের আমেজ বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গে।

সব মিলিয়ে, ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাবে আপাতত রাজ্য জুড়ে ভিজে আবহাওয়া, তবে সপ্তাহের মাঝামাঝি থেকেই মিলতে পারে শীতের হালকা ছোঁয়া।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top