নিজস্ব সংবাদদাতা,সুন্দরবন, ১০ই নভেম্বর, পশ্চিম বাংলার প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। নিজের উদ্যোগে লোকজনকে নিয়ে রাস্তায় নেমে পড়েছে গাছ কাটায় ।গতকাল রাত থেকেই এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে দেখ। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এলাকাবাসীও খুশি হয়েছে।
উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় নিজের উদ্যোগে ত্রাণ শিবির খুলেছে যেখানে কয়েক শ মানুষের পরিবার নিয়ে শিবিরে আশ্রয় নিয়েছে গতকাল রাত থেকেই ।তিনি প্রচারে আসতে না চাইলেও রায়দিঘি বিধানসভায় এভাবে তিনি মানুষের সঙ্গে কাজ করছেন। মানুষের পাশে দাঁড়িয়েছেন।