ভাইরাল – বাঁদর মানেই কৌতুক আর দুরন্তপনা—তবে এবার সে করল একেবারে সিনেমার মতো কাণ্ড! একটি ছোট টাট্টু ঘোড়ার পিঠে লাফিয়ে উঠে চড়ে বসল এক বাঁদর, আর তারপর যা ঘটল, তা দেখেই হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এক মজার ভিডিও, যেখানে একটি বাদামি রঙের ঘোড়ার পিঠে চেপে বসেছে এক দস্যি বাঁদর। খোলা মাঠে হঠাৎ বাঁদরের এই আগমন মেনে নিতে পারেনি ঘোড়াটি। সে লাফিয়ে, দৌড়ে, ঝাঁপিয়ে চেষ্টা করে পিঠের আগন্তুককে ফেলে দিতে। কিন্তু বাঁদরও নাছোড়বান্দা! কখনও গলার বকলস ধরে, কখনও কেশর আঁকড়ে ধরে, সে মজার এই ‘রাইড’ উপভোগ করে চলে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ার ‘রেয়ারইন্ডিয়ানপিক্স’ নামক এক্স হ্যান্ডল থেকে শেয়ার করার পর এখনো পর্যন্ত প্রায় ৫০ হাজার বার দেখা হয়েছে। মন্তব্যের ঘরে চলছে হাস্যরস আর প্রশংসার ঢল। যদিও ভিডিওটি কোথায় এবং কবে ধারণ করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
