ঘোলায় ব্যবসায়ী লুঠের ঘটনায় গ্রেপ্তার ২,ধৃতদের তোলা হলো বারাকপুর আদালতে। ঘোলায় ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দিয়ে লুঠ করার ঘটনায়, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২,ধৃতদের তোলা হলো বারাকপুর আদালতে। ঘোলায় ব্যবসায়ী ও গাড়িচালক কে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুঠের ঘটনায় বাপ্পা ও শুভজিৎ নামে দুই দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল ঘোলা থানার পুলিশ,পুলিশি জেরার মুখে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছে দুই দুষ্কৃতী,ধৃত দুস্কৃতি বাপ্পা পুলিশি জেরায় স্বীকার করেছে,
ঘোলা অঞ্চলে জুয়ার আসরে বাপ্পা টাকা হেরে যাওয়ায় তার বাইক সেই জুয়ার আসরে বন্ধক দেয়,আর সেই টাকা জোগাড় করার জন্য বন্ধু শুভজিৎ কে সঙ্গে নিয়ে এই ধরনের ডাকাতি ও লুঠের ঘটনা ঘটিয়ে ফেলে,ধৃত দুষ্কৃতীদের মধ্যে বাপ্পা এলাকায় ফল বিক্রেতা ও শুভজিৎ স্থানীয় গ্যাস গোডাউনের ভ্যানচালক, সূত্র মারফৎ জানা গেছে ধৃত ২ দুষ্কৃতীর এই ধরনের চাঞ্চল্যকর স্বীকারোক্তিতে ঘটনায় তদন্তকারী অফিসারেরা যথেষ্টই অবাক হয়েছেন,ধৃত দুই দুষ্কৃতিকে আজ ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন – গণেশ চতুর্থীতে চাঁদের দিকে তাকাতে নেই কেন? জানুন এর পৌরাণিক কাহিনি
উল্লেখ্য, ঘোলায় ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দিয়ে লুঠ করার ঘটনায়, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২,ধৃতদের তোলা হলো বারাকপুর আদালতে। ঘোলায় ব্যবসায়ী ও গাড়িচালক কে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুঠের ঘটনায় বাপ্পা ও শুভজিৎ নামে দুই দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল ঘোলা থানার পুলিশ,পুলিশি জেরার মুখে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছে দুই দুষ্কৃতী, ধৃত দুস্কৃতি বাপ্পা পুলিশি জেরায় স্বীকার করেছে, ঘোলা অঞ্চলে জুয়ার আসরে বাপ্পা টাকা হেরে যাওয়ায় তার বাইক সেই জুয়ার আসরে বন্ধক দেয়,
আর সেই টাকা জোগাড় করার জন্য বন্ধু শুভজিৎ কে সঙ্গে নিয়ে এই ধরনের ডাকাতি ও লুঠের ঘটনা ঘটিয়ে ফেলে, ধৃত দুষ্কৃতীদের মধ্যে বাপ্পা এলাকায় ফল বিক্রেতা ও শুভজিৎ স্থানীয় গ্যাস গোডাউনের ভ্যানচালক, সূত্র মারফৎ জানা গেছে ধৃত ২ দুষ্কৃতীর এই ধরনের চাঞ্চল্যকর স্বীকারোক্তিতে ঘটনায় তদন্তকারী অফিসারেরা যথেষ্টই অবাক হয়েছেন,ধৃত দুই দুষ্কৃতিকে আজ ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে