ঘোষিত হল ‘পরীক্ষা পে চর্চা’র দিন, ফের পড়ুয়াদের সঙ্গে কথোপকথনে মোদি। অবশেষে অপেক্ষার অবসান। আগামী ১লা এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে ‘পরীক্ষা পে চর্চা’। ফের ছাত্র ছাত্রীদের সঙ্গে কথোপকথনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন অভিভাবক ও শিক্ষকরাও। যারা রেজিস্টার করেছেন কিংবা আগ্রহী তারা প্রত্যেকেই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। বাকি ডিটেলস innovateindia.mygov.in/ppc-2022 এখানে দেওয়া থাকবে।
শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের তরফে টুইটারে টুইট করে এই খবরটি জানানো হয়। টুইটে তারা লেখেন, ‘অপেক্ষার অবসান। ‘পরীক্ষা পে চর্চা’র পঞ্চম সংস্করণ ১লা এপ্রিল হতে চলেছে। দিল্লির টালকাতরা স্টেডিয়ামে ছাত্র ছাত্রীদের সঙ্গে নিজের মতামত শেয়ার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই আমাদের সঙ্গে জুড়ে থাকতে হবে, সঙ্গে হ্যাশট্যাগ – এক্সাম ওয়ারিয়রস।’ বিগত কয়েক বছর ধরেই এই অনুষ্ঠান হয়ে আসছে।
এর আগে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় পরীক্ষা পে চর্চা। তবে এবছর আরও বড় পরিসরে, থাকবেন অভিভাবকরাও। শুধুমাত্র নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত – এই শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী যেকোনও একটি থিমেই তারা অংশগ্রহণ করতে পারবেন। শব্দ সংখ্যা সীমিত, নিজেদের সহজ সরল প্রতিক্রিয়া তারা জমা দিতে পারবেন। বিজয়ী শিক্ষার্থী NCERT এর ডিরেক্টর দ্বারা পুরস্কৃত হবে।
আরও পড়ুন বসিরহাটের ইছামতি পাড়ে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা
উল্লেখ্য, অবশেষে অপেক্ষার অবসান। আগামী ১লা এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে ‘পরীক্ষা পে চর্চা’। ফের ছাত্র ছাত্রীদের সঙ্গে কথোপকথনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন অভিভাবক ও শিক্ষকরাও। যারা রেজিস্টার করেছেন কিংবা আগ্রহী তারা প্রত্যেকেই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। বাকি ডিটেলস innovateindia.mygov.in/ppc-2022 এখানে দেওয়া থাকবে।
শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের তরফে টুইটারে টুইট করে এই খবরটি জানানো হয়। টুইটে তারা লেখেন, ‘অপেক্ষার অবসান। ‘পরীক্ষা পে চর্চা’র পঞ্চম সংস্করণ ১লা এপ্রিল হতে চলেছে। দিল্লির টালকাতরা স্টেডিয়ামে ছাত্র ছাত্রীদের সঙ্গে নিজের মতামত শেয়ার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই আমাদের সঙ্গে জুড়ে থাকতে হবে, সঙ্গে হ্যাশট্যাগ – এক্সাম ওয়ারিয়রস।’ বিগত কয়েক বছর ধরেই এই অনুষ্ঠান হয়ে আসছে। ঘোষিত