ঘোষ গ্রাম থেকে কীর্ণাহার, লক্ষ্মীপুজোয় উৎসবে মাতোয়ারা বীরভূম

ঘোষ গ্রাম থেকে কীর্ণাহার, লক্ষ্মীপুজোয় উৎসবে মাতোয়ারা বীরভূম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ঘোষ গ্রাম থেকে কীর্ণাহার, লক্ষ্মীপুজোয় উৎসবে মাতোয়ারা বীরভূম। দুর্গাপুজোর মহা ধূমধামের পর পরই বীরভূমের বেশ কয়েকটি স্থানে কোজাগরী লক্ষ্মী পুজোর আড়ম্বরেও যে কোন অংশেই কম নয়, তা লক্ষ্য করা যায়। কিছুকিছু স্থানে লক্ষ্মী পুজো কার্যত প্রধান উৎসবে পরিণত হয়েছে। তার মধ্যে অন্যতম মল্লারপুরের ঘোষগ্রাম।

 

লক্ষ্মীপুজো উপলক্ষে সংশ্লিষ্ট গ্রামে উৎসবের আমেজ এবং যা কোন অংশেই দুর্গাপুজো থেকে কম নয়। বহুবর্ষ পুরোনো এই পুজোকে ঘিরে ঘোষ গ্রাম সহ সংলগ্ন এলাকার আবেগ জড়িয়ে আছে। এক্ষেত্রে এক-দু’দিনেই শেষ নয়, প্রায় সপ্তাহকাল ধরে পূজিত হয় মা কমলা ও চলে নানান অনুষ্ঠান। ঘোষ গ্রামের মতোই মল্লারপুরের দক্ষিণগ্রামেও লক্ষ্মীপূজো হয় মহা ধুমধামের সঙ্গে।

আরও পড়ুন – খেলার মাধ্যমে প্রয়াত খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি

এখানে গ্রামবাসীরা লক্ষ্মী পূজোকে কেন্দ্র করে আনন্দোৎসবে সামিল হয়। অন্যদিকে, ময়ূরেশ্বরের ষাটপলসা হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির লক্ষ্মীপুজোর অবস্থানও একরকম প্রথম সারিতেই। সকল ব্যবসায়ী সহ এলাকাবাসী আনন্দের সঙ্গে পুজোয় অংশগ্রহণ করে ষাট পলশা গ্রামে। এখানকার পুজো প্যান্ডেলে বিভিন্ন ধরনের মুর্তি দেখতে ভিড় জমান দূর দুরান্তের মানুষজন। এবছর ষাট পলশার এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে মানুষের আদিম জীবন থেকে বিবর্তনের চিত্র।

 

বীরভূমের কীর্ণাহারের ব্যবসায়ী সমিতির লক্ষ্মীপুজোও আকর্ষণের কেন্দ্রবিন্দু এলাকাবাসীর কাছে। এখানে বড়োসড়ো স্থায়ী ও সুদৃশ্য মন্দিরে পুজোর পাশাপাশি সংলগ্ন চত্বর ঘিরে উৎসব অনুষ্ঠান চলে সপ্তাহভর। সব মিলিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর ঠিক পরবর্তী সময়ে বীরভূমের বেশ কয়েকটি স্থানে লক্ষ্মীপূজো যেন উৎসবের মরশুমের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে বছরের পর বছর ধরে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top