ঝাড়খণ্ড – গোপন সংবাদের ভিত্তিতে গিরিডিহ পুলিশ গত রাতে গিরিডিহ–ডুমরি প্রধান সড়কের পিরতন্দ থানার কাছে অবৈধ মদ পাচার চক্রের বিরুদ্ধে এক বড়সড় অভিযান চালায়। পুলিশের বিশেষ তল্লাশি নাকাচেকিং চলাকালীন প্রথমে জলের ক্যান বোঝাই একটি ট্রাক এবং পরে একটি চকচকে এসইউভি আটক করা হয়। দুটি গাড়িতেই প্রচুর পরিমাণ অবৈধ মদ পাওয়া যায়। মোট প্রায় ২৯ লক্ষ টাকার মদ জব্দ করেছে পুলিশ। ঘটনাস্থল থেকেই তিনজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে—রাজস্থানের উদগার এলাকার ট্রাকচালক মুবারিক, রাঁচির রাহুল শর্মা এবং বালমুকুন্দ কুমার নিরালা ওরফে মহাদেব গণেশ। এছাড়া এক্সইউভি–৫০০ গাড়ির চালক, খুন্তি–তোর্পা এলাকার রোহিত গোপকেও গ্রেপ্তার করা হয়েছে।
গিরিডিহের এসপি ড. বিমল কুমার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই ডুমরির এসডিপিও সুমিত প্রসাদের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয় এবং গিরিডিহ–ডুমরি প্রধান সড়কে তল্লাশি শুরু হয়। তল্লাশির সময় ৩৮০টিরও বেশি মদের বোতল ভর্তি একটি ট্রাক এবং পরে এসইউভিটি জব্দ করা হয়। জব্দ হওয়া মদের বাজারমূল্য আনুমানিক ২৯ লক্ষ টাকা। অভিযানে এসডিপিও সুমিত প্রসাদ ছাড়াও উপস্থিত ছিলেন ডুমরির ইন্সপেক্টর রাজেন্দ্র প্রসাদ, পিরতন্দ থানার ইনচার্জ দীপেশ কুমার, জিতেন্দ্র সিং বিষ্টসহ বিপুল সংখ্যক পুলিশ কর্মী।




















