চড়ক পূজার বাননাম ঘোরার সময় দুর্ঘটনা

চড়ক পূজার বাননাম ঘোরার সময় দুর্ঘটনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
চড়ক

চড়ক পূজার বাননাম ঘোরার সময় দুর্ঘটনায় এক ব্যক্তির কোমর ভেঙে যায়। ইংরেজবাজার পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের বুড়াবুড়ি তলা এলাকার ঘটনা। বুড়াবুড়ি তলা চরক পূজা কমিটি পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে চড়ক পূজার আয়োজন করা হয়েছিল। সে সময় এক ভক্ত শ্রীকান্ত সরকার বয়স 55 বছর সে তার পিঠে চামড়ার সাথে বর্ষি লাগিয়ে দড়িতে ঝুলছিল।

 

যখন চড়ক পূজার বান নাম শূন্যে ঘুরছিল তখনই হঠাৎই সেই ব্যক্তির দেহের চামড়া ছিড়ে গিয়ে তিন ফিট উচ্চতা থেকে মাটিতে পড়ে যায় তার কোমরে চোট লাগে স্থানীয়রা তাকে রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

 

বুড়াবুড়ি তলার চড়ক পূজা কমিটির সদস্য দোলন সাহা জানান আমাদের এলাকায় 50 বছর ধরে চড়ক পূজা হয়ে আসছে কোনদিনও কোনদিনও এরকম ঘটনা ঘটেনি। আহত ব্যক্তির নাম শ্রীকান্ত সরকার বয়স 55 বছর তার বাড়ি শিলিগুড়িতে।

 

আর ও পড়ুন      বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের প্রাণের ইছামতীর পাড়ে নববর্ষ পালন

 

বহু বছর ধরে সে চড়ক পূজা ঘুরে। এবার তাকে পুজো কমিটির পক্ষ থেকে তাকে ঘুরতে বারণ করা হয়েছিল কিন্তু সে শুনেনি সে তার শেষবারের ঘোড়ার কথা বলেছিল এবং তারপরই সে নিজেই ঘুরতে শুরু করে 5 থেকে 6 ঘুরতেই তার তার দেহের চামড়া থেকে বরশি ছিড়ে যায় এবং সে মাটিতে পড়ে।

 

আগামী দিনে যাতে এরকম ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা সমস্ত দিক থেকে নজর দিয়ে দেখবো। এদিকে শুক্রবার সকাল থেকেই এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top