করোনা সংক্রমণে চতুর্থ স্থানে বাংলা, আক্রান্ত হচ্ছেন টিকা নেওয়া ব্যক্তিরাও

করোনা সংক্রমণে চতুর্থ স্থানে বাংলা, আক্রান্ত হচ্ছেন টিকা নেওয়া ব্যক্তিরাও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
চতুর্থ

করোনা সংক্রমণে চতুর্থ স্থানে বাংলা, আক্রান্ত হচ্ছেন টিকা নেওয়া ব্যক্তিরাও । দেশে কমল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯০৬। সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪৭৯ জন। এদিকে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে ১ লক্ষ ৭২ হাজার ৫৯৪। দৈনিক পজিটিভিটি রেট ১.১৯ শতাংশ। দেশ জুড়ে করোনা  সংক্রমণের শীর্ষে রয়েছে  কেরল। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯০৯ জন।

 

কেরল  রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৫ জনের।  কেন্দ্রের নয়া গাইডলাইন অনুযায়ী ১৪২ জন মৃতদের কোভিডে মৃত হিসাবে তালিকায় আনা হয়েছে। যার ফলে এই রাজ্যেই এদিন করোনায় মৃতের সংখ্যা ৪৬৪। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র, তৃতীয় স্থানে তামিলনাড়ু। চতুর্থ স্থানের রয়েছে পশ্চিমবঙ্গ। উৎসবের মরশুমের পর থেকেই রাজ্যে বাড়ছে করোনার দাপট। এমনকী, টিকা নেওয়া ব্যক্তিদেরও আক্রান্ত হওয়ার খবরও মিলছে। যা নিয়ে উদ্বেগ বাড়ছে।

 

আর ও পড়ুন  রাম-সীতা সংক্রান্ত গল্পের বই পড়ে জেলে সময় কাটছে আরিয়নের

 

এদিকে দেশজুড়ে মোট ১০২ কোটি ১০ লক্ষ ৪৩ হাজার ২৫৮টি টিকা দেওয়া হয়েছে। এদিকে সংক্রমণে লাগাম টানতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। যে সমস্ত জেলায় সংক্রমণের হার ৫ শতাংশের বেশি সেই সমস্ত জেলায় জমায়েতে নিষেধাজ্ঞা আরোপ করার কথা বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

 

উল্লেখ্য, করোনা সংক্রমণে চতুর্থ স্থানে বাংলা, আক্রান্ত হচ্ছেন টিকা নেওয়া ব্যক্তিরাও । দেশে কমল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯০৬। সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪৭৯ জন। এদিকে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে ১ লক্ষ ৭২ হাজার ৫৯৪। দৈনিক পজিটিভিটি রেট ১.১৯ শতাংশ। দেশ জুড়ে করোনা  সংক্রমণের শীর্ষে রয়েছে  কেরল। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯০৯ জন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top