চত্ৰপতি শিবাজী বিমানবন্দর ও তাজ হোটেল টার্গেট, কড়া নিরাপত্তা জারি

চত্ৰপতি শিবাজী বিমানবন্দর ও তাজ হোটেল টার্গেট, কড়া নিরাপত্তা জারি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মুম্বাই – মুম্বাইয়ের চত্ৰপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ঐতিহাসিক তাজ মহল প্যালেস হোটেলকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। একটি ইমেলের মাধ্যমে এই হুমকি পৌঁছেছে সরাসরি বিমানবন্দর পুলিশ বিভাগের অফিসিয়াল ইমেল আইডিতে।ইমেল বার্তায় উল্লেখ করা হয়েছে, আফজল গুরু এবং সাইভাক্কু শংকরকে “অনুগ্রহহীন ও অন্যায়”ভাবে ফাঁসি দেওয়ার প্রতিবাদেই এই হামলার পরিকল্পনা নেওয়া হয়েছে।



মুম্বাই পুলিশ ইতিমধ্যেই ইমেল প্রেরকের পরিচয় শনাক্ত করার জন্য তদন্ত শুরু করেছে। ডগ স্কোয়াড সহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা বিমানবন্দর ও তাজ হোটেল সংলগ্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে প্যারামিলিটারি বাহিনী।প্রসঙ্গত, এর আগে চত্ৰপতি শিবাজী বিমানবন্দরকে লক্ষ্য করে বোমা হামলার হুমকি পাওয়া গিয়েছিল, যা প্রশাসনের কাছে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।উল্লেখযোগ্যভাবে, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহলগামে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ২৬ জন নিরীহ পর্যটক, যাদের অনেকেই ছিলেন মহারাষ্ট্রের বাসিন্দা। এর প্রতিক্রিয়ায় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে চালায় পাল্টা বিমান হামলা, যেখানে বহু সন্ত্রাসী মারা যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top