চন্দননগরে জগদ্ধাত্রী পুজোতেও বহাল থাকছে নাইট কারফিউ।উচ্চপর্যায়ের নির্দেশিকা না আসা পর্যন্ত চলবে নাইট কারফিউ।চন্দননগরে জগদ্ধাত্রী পুজো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই জানালেন চন্দননগর পুলিশ কমিশনারের প্রধান অর্নব ঘোষ। এখোনো পর্যন্ত রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কারফিউ এর বিধি নিষেধ বহাল রয়েছে চন্দননগরে ।
কার্যত তাতেই শিল মোহর দিলেন পুলিশ কমিশনারেটের প্রধান।করোনা আবহে এবারে দুর্গা পুজো, কালী পুজো গুলিতে নাইট কারফিউ শিথিল হলেও চন্দনগরের জগদ্ধাত্রী পুজোয় প্রশাসন উল্টো পথে হাঁটছে।আর এতেই ভেতরে ভেতরে ক্ষোভের পারদ চরছে পুজো উদ্যোক্তা থেকে দর্শনার্থীদের মধ্যে। জগদ্ধাত্রী পুজোকে সামনে রেখে চন্দননগরের রবীন্দ্রভবনে সোমবার একটি গাইড ম্যাপ প্রকাশ করেন সি পি সাহেব।
আর ও পড়ুন হাতির তাণ্ডবে অতিষ্ঠ চক পাত্রসায়ের কৃষকরা
তিনি জানান এবারে ভদ্রেশ্বর ও চন্দননগর মিলিয়ে মোট ৩০০ টি পুজোকে অনুমতি দেওয়া হয়েছে। উচ্চ পদস্থ থেকে শুরু করে সর্ববস্তের মোট দেড় হাজার পুলিশ কর্মী মোতয়ন থাকছে,মোট ৫০ টি সিসি টিভি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে গোটা চন্দননগর ।
বিশেষ গোপন ক্যামেরাতেও নজরদারি চালানো হবে সব জায়গাগুলিতে।ভিড়ের হারিয়ে যাতে না যাশ তার জন্য
ঠাকুর দেখতে আসা শিশুদের জন্য থাকছে বিশেষ ব্যাচ, ৯ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত দুপুর ২ থেকে পরদিন ভোর পাঁচটা পর্যন্ত চন্দননগরে নো এন্ট্রি জোন করা হয়েছে।
উল্লেখ্য, চন্দননগরে জগদ্ধাত্রী পুজোতেও বহাল থাকছে নাইট কারফিউ।উচ্চপর্যায়ের নির্দেশিকা না আসা পর্যন্ত চলবে নাইট কারফিউ।চন্দননগরে জগদ্ধাত্রী পুজো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই জানালেন চন্দননগর পুলিশ কমিশনারের প্রধান অর্নব ঘোষ। এখোনো পর্যন্ত রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কারফিউ এর বিধি নিষেধ বহাল রয়েছে চন্দননগরে ।
কার্যত তাতেই শিল মোহর দিলেন পুলিশ কমিশনারেটের প্রধান।করোনা আবহে এবারে দুর্গা পুজো, কালী পুজো গুলিতে নাইট কারফিউ শিথিল হলেও চন্দনগরের জগদ্ধাত্রী পুজোয় প্রশাসন উল্টো পথে হাঁটছে।আর এতেই ভেতরে ভেতরে ক্ষোভের পারদ চরছে পুজো উদ্যোক্তা থেকে দর্শনার্থীদের মধ্যে। জগদ্ধাত্রী পুজোকে সামনে রেখে চন্দননগরের রবীন্দ্রভবনে সোমবার একটি গাইড ম্যাপ প্রকাশ করেন সি পি সাহেব। তিনি জানান এবারে ভদ্রেশ্বর ও চন্দননগর মিলিয়ে মোট ৩০০ টি পুজোকে অনুমতি দেওয়া হয়েছে। উচ্চ পদস্থ থেকে শুরু করে সর্ববস্তের মোট দেড় হাজার পুলিশ কর্মী মোতয়ন থাকছে,মোট ৫০ টি সিসি টিভি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে গোটা চন্দননগর ।