চন্দননগরে শুরু জগদ্ধাত্রী পূজোর প্রস্তুতি, খুঁটি পূজায় শুভ সূচনা উত্তর অঞ্চল সার্বজনীন কমিটির

চন্দননগরে শুরু জগদ্ধাত্রী পূজোর প্রস্তুতি, খুঁটি পূজায় শুভ সূচনা উত্তর অঞ্চল সার্বজনীন কমিটির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



হুগলি – দুর্গাপূজার বিদায়ের সুর কাটতে না কাটতেই হুগলির চন্দননগরে শুরু হয়ে গেল জগদ্ধাত্রী পূজোর প্রস্তুতি। আজ খুঁটি পূজার মধ্য দিয়ে উত্তর অঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি তাদের এবারের উৎসবের আনুষ্ঠানিক সূচনা করল। এ বছর পুজোটি পদার্পণ করছে তাদের পাক হীরক জয়ন্তী বর্ষে (৫৯তম বছর), আর সেই উপলক্ষে থাকছে বিশেষ চমক।

উদ্যোক্তারা জানিয়েছেন, এ বছর তাদের মণ্ডপে তৈরি হবে এক কাল্পনিক রাজপ্রাসাদ ‘হৈমন্তী প্যালেস’, যা আলাদা মাত্রা এনে দেবে পুজোয়। পাশাপাশি প্রতিমার গঠনে থাকছে অভিনবত্ব— মা জগদ্ধাত্রীর ভিন্ন এক মুখাবয়ব প্রতিফলিত হবে এই পূজায়, যা অন্য কমিটিগুলির থেকে আলাদা হয়ে উঠবে।

উত্তর অঞ্চল বারোয়ারি এবারে মূলত তিনটি দিককে গুরুত্ব দিচ্ছে—
১. আগামী বছরের সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপনের প্রাথমিক পরিকল্পনা শুরু হয়েছে এখন থেকেই।
২. মণ্ডপে হাজির হবে বিশেষ থিম ‘হৈমন্তী প্যালেস’।
৩. সাজসজ্জা ও শোভাযাত্রায় থাকবে ব্যতিক্রমী বৈচিত্র্য ও নতুন আলোর ছটা।

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বরাবরই দর্শনার্থীদের টানে। এ বছরও আলাদা রূপে শহরবাসীকে চমকে দিতে প্রস্তুত উত্তর অঞ্চল সার্বজনীন পূজা কমিটি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top