চন্দ্রজিত পাত্র পরিচালিত MY DEAR SIR  সিনেমা দর্শক মহলে যথেষ্ট সাড়া ফেলেছে

চন্দ্রজিত পাত্র পরিচালিত MY DEAR SIR  সিনেমা দর্শক মহলে যথেষ্ট সাড়া ফেলেছে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

 

সাইন টিভি ঃ    চন্দ্রজিত পাত্র পরিচালিত MY DEAR SIR  সিনেমার শুভমুক্তি হলো কলকাতার প্রদীপ টকিজে। শিশুপাচার, মাদকচক্ত, মাফিয়া রাজ  সহ সমাজের বুকে বেড়ে চলা নানা অসামাজিক কার্যকলাপের কাহিনী নিয়ে এই ছবি।

 

টানটান উত্তেজনায় ভরা এই ছবির শুরু থেকে শেষ অবধি দর্শকরা প্রেক্ষাগৃহে বসে থাকতে একপ্রকার বাধ্য হবে বলাই যায়। দর্শদের প্রতিক্রিয়া জানা যায়, এই ছবির পরিচালক অত্যান্ত দক্ষতার সঙ্গে ছবির প্রতিটি প্রেক্ষাপটকে দর্শকদের সামনে তুলে ধরেছেন।

 

 

এই সময়ে ছবিটি যথেষ্ট প্রাসঙ্গিক বলেই মনে করছেন অধকাংশ দর্শক। গত শুক্রবার ছবিটি রিলিজ করার পরেই এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে যে আলাদা একটি উন্মাদনা তৈরি  হয় তা বলাই বাহুল্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top