অর্জুন সিং তৃণমূলে ফিরে যাওয়ায় কি বললেন চন্দ্রমণি শুক্লা? দুই হাজার কুড়ি সালে অক্টোবর মাসের ৪ তারিখ টিটাগড় থানার ঠিক উল্টো দিকে সন্ধ্যাবেলায় খুন হয়েছিল তরুণ বি জে পি নেতা মনিশ শুক্লা। এই মনিশ শুক্লা তৃণমূল নেতা অর্জুন সিং এর হাত ধরে তৃণমূলে ছাত্রনেতা ছিলেন। অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তার কিছুদিন বাদে মনিশ শুক্লা ও তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে আসেন।
কিন্তু মনির শুক্লা দুই হাজার কুড়ি সালে অক্টোবর মাসে সন্ধ্যাবেলায় টিটাগর বাজারে খুন হন। কিন্তু আজ পর্যন্ত মনিশ শুক্লার খুনের বিচার পাইনি মনীশের পরিবার। বিজেপি মনিশ শুক্লার বাবা ডক্টর চন্দ্রমণি শুক্লাকে ব্যারাকপুরে বিধানসভা কেন্দ্রের প্রার্থী করেন কিন্তু তিনি তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর কাছে কাছে হেরে যান। আজ আবার অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের ফিরে যান।
এই ব্যাপারে ডক্টর চন্দ্রমণি শুক্লা বলেন যিনি আমার ছেলেকে হাতে ধরে বিজেপিতে নিয়ে এসেছিলেন তিনি তৃণমূলে গেছে তাতে আমার কোন ক্ষোভ নেই। আমি বিজেপিতে ছিলাম বিজেপিতে আছি ভবিষ্যতেও থাকবো। কারন আমার ছেলে এই বিজেপি করার অপরাধে খুন হয়েছিল। আইনের বিচার না পেলে ও তার আত্মা শান্তি পাবে যে বাবা অন্তত আমাকে ভালোবাসে বিজেপি দলটা করছে।
আর ও পড়ুন সালিশি সভায় যুবককে গলায় জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হলো
উল্লেখ্য, অর্জুন সিং তৃণমূলে ফিরে যাওয়ায় কি বললেন চন্দ্রমণি শুক্লা? দুই হাজার কুড়ি সালে অক্টোবর মাসের ৪ তারিখ টিটাগড় থানার ঠিক উল্টো দিকে সন্ধ্যাবেলায় খুন হয়েছিল তরুণ বি জে পি নেতা মনিশ শুক্লা। এই মনিশ শুক্লা তৃণমূল নেতা অর্জুন সিং এর হাত ধরে তৃণমূলে ছাত্রনেতা ছিলেন। অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তার কিছুদিন বাদে মনিশ শুক্লা ও তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে আসেন।
কিন্তু মনির শুক্লা দুই হাজার কুড়ি সালে অক্টোবর মাসে সন্ধ্যাবেলায় টিটাগর বাজারে খুন হন। কিন্তু আজ পর্যন্ত মনিশ শুক্লার খুনের বিচার পাইনি মনীশের পরিবার। বিজেপি মনিশ শুক্লার বাবা ডক্টর চন্দ্রমণি শুক্লাকে ব্যারাকপুরে বিধানসভা কেন্দ্রের প্রার্থী করেন কিন্তু তিনি তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর কাছে কাছে হেরে যান। আজ আবার অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের ফিরে যান।
এই ব্যাপারে ডক্টর চন্দ্রমণি শুক্লা বলেন যিনি আমার ছেলেকে হাতে ধরে বিজেপিতে নিয়ে এসেছিলেন তিনি তৃণমূলে গেছে তাতে আমার কোন ক্ষোভ নেই। আমি বিজেপিতে ছিলাম বিজেপিতে আছি ভবিষ্যতেও থাকবো। কারন আমার ছেলে এই বিজেপি করার অপরাধে খুন হয়েছিল। আইনের বিচার না পেলে ও তার আত্মা শান্তি পাবে যে বাবা অন্তত আমাকে ভালোবাসে বিজেপি দলটা করছে।