নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৬ মার্চ, চব্বিশ ঘন্টা খোঁজ মেলেনি কোনও আক্রান্তের। কিছুটা স্বস্তির মুখ দেখছিলেন স্বাস্থ দফতরের কর্তারা। কিন্তু হঠাৎ রাতে ফের চিন্তায় ফেলে দিল, রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল দশ। নয়াবাদে ছেষট্টি বছরের এক প্রৌঢ়ের শরীরে ধরা পড়ল সংক্রমণ। বুধবার রাতে তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
সূত্রের খবর, গত ২৩শে মার্চ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন ৬৬ বছরের ওই ব্যক্তি। মঙ্গলবার তাঁর নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়ে, বুধবার আবারও নমুনা পরীক্ষা হয়। বুধবার রাত ১০টা নাগাদ রিপোর্ট আসে, দেখা যায় করোনাতে আক্রান্ত হয়েছে বৃদ্ধ। পরিবার সূত্রে খবর, ওই প্রৌঢ় মেদিনীপুরে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে বিদেশ ফেরত কিছু লোকের সংস্পর্শে আসেন তিনি।এছাড়াও করোনা আক্রান্ত আমলা-পুত্রও নয়াবাদের বাসিন্দা।তাই এই সংক্রমণের মূল কারণ কি তা ইতিমধ্যে খতিয়ে দেখা শুরু হয়েছে।কড়া নজরাধীনে রাখা হয়েছে আক্রান্ত ব্যক্তিকে। রাত থেকেই প্রৌঢ়ের বাড়ির সামনে পুলিশি পাহারা।