২৩শে জুন, ২০২১ : এই বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবরে মধ্যেই দেশে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ।সেক্ষেত্রে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা পৌঁছতে পারে ২ লাখ থেকে ৫ লাখ পর্যন্ত। এমনইআশঙ্কা করা হয়েছে আইআইটি কানপুরের এক সমীক্ষায়। যদিও সেক্ষেত্রে , যাবতীয় করোনাবিধি মেনে চললে অক্টোবরের শেষ পর্যন্ত সংক্রমণের চূড়াকে আটকে রাখা সম্ভব হবে বলেই জানিয়েছেন সমীক্ষক দল।কানপুর আইআইটি-র দুই প্রফেসর রাজেশ রঞ্জন ও মহেন্দ্র বর্মার নেতৃত্বে এই সমীক্ষা হয়েছে।

তারা জানিয়েছেন, এসআইআর মডেল অনুসরণ করে এই সমীক্ষা করে দেখা হয়েছে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের প্রভাব ক্রমশ দেশজুড়ে স্থিমিত হয়ে গেলেও এখনই কোভিডের তৃতীয় ঢেউ ঘিরে তৈরি হয়েছে আশঙ্কা। সমীক্ষকরা বলেছেন, করোনার প্রভাব কমায় যেভাবে আনলক প্রক্রিয়া এগোচ্ছে তাতে ১৫ জুলাইতে গোটা দেশেই আনলক জারি হয়ে যাবে এমনটা ধরে নিয়েই সমীক্ষা এগোনো হয়েছে।তবে যদি, আনলক প্রক্রিয়ার মাঝে কোভিড বিধি নিষেধ মেনে চলা হয় তাহলে হয়তো দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়ঙ্কর প্রভাব থেকে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব। কিন্তু যদি তা না হয় , দ্বিতীয় ঢেউকেও ছাপিয়ে যেতে পারে পরের ঢেউয়ের কোভিড ধাক্কা। আপাতত দেশে দৈনিক করোনা সংক্রমণ ৫০ হাজারের কাছাকাছি থাকলেও কিছুদিন আগেও ছিল ৪ লাখের আশপাশে। তৃতীয় ঢেউয়ে তা ছাপিয়ে দৈনিক সংক্রমণ ৫ লাখে পৌঁছে যেতে পারে বলেই আশঙ্কা সমীক্ষকদের।



















