নিজস্ব সংবাদদাতা, বিধান নগর:- চলন্ত অটোতে তরুণীর শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার অটো চালক, নাম প্রলয় মল্লিক।গ্রেফতার করে বিধান নগর উত্তর থানার পুলিশ।আজ তাকে বিধান নগর মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে খবর ,রবিবার সন্ধ্যে সাতটা নাগাদ সল্টলেকের বাসিন্দা এক তরুণী বিধান নগর স্টেশন থেকে বাড়ি ফেরার উদ্দেশে অটোতে ওঠেন। তিনি অভিযোগ করেন সল্টলেকে ঢোকার পর বিভিন্ন রাস্তায় অটো চালক গাড়ি ঘোরাতে থাকে এবং তাকে শ্লীলতাহানি করে ওই চালক। রাস্তায় কোনো ভাবে তিনি অটো থেকে নেমে পড়েন। গতকাল অটো নাম্বার দিয়ে বিধান নগর উত্তর থানায় অভিযোগ জানান ওই তরুণী। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে অটো চালক প্রলয় মল্লিককে গ্রেফতার করে পুলিশ।