চলন্ত ট্রেনের শৌচাগারে সন্তান প্রসব, উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হল প্রসূতি ও সদ্যোজাতকে। বিহারের সমস্তিপুর এলাকার বাসিন্দা সুরজ কুমার উড়িষ্যার কটকে ফুচকা বিক্রি করতেন। তিনি সপরিবারে কটকে থাকতেন। তার স্ত্রী পিংকি কুমারী সন্তানসম্ভবা থাকায় কটক থেকে সমস্তিপুর যাওয়ার জন্য পুরী জয়নগর এক্সপ্রেস ট্রেনে চাপে।বৃহস্পতিবার মেদিনীপুর স্টেশনে ট্রেন ঢোকার আগেই বৃহস্পতিবার থ্রি রাত্রি প্রায় এগারোটা নাগাদ চলন্ত ট্রেনের শৌচাগারে সুরজ কুমারের স্ত্রী পিংকি কুমারী সন্তান প্রসব করেন।
আরও পড়ুন – সঙ্গমের সময় মহিলাদের কোন দিকে খেয়াল রাখেন পুরুষরা?
বিষয়টি জানানো হয় রেল কর্তৃপক্ষকে । মেদিনীপুর স্টেশনে পুরী জয়নগর ট্রেন আসার পর রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত প্রসূতি ও সদ্যজাত শিশু পুত্র কে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় ।যেভাবে চলন্ত ট্রেনের শৌচাগারে পিংকি কুমারী সন্তান প্রসব করেছেন তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । মেদিনীপুর স্টেশন এলাকায়। পিংকি কুমারীর অবস্থায় স্থিতিশীল থাকলেও সদ্যোজাত শিশু পুত্রটির অবস্থা আশঙ্কাজনক।
তবে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার বাবুরা পিংকি কুমারী ও তার সদ্যোজাত শিশু পুত্রকে সুস্থ করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার বাবুরা যেভাবে চিকিৎসা করছেন পিংকি কুমারী ও তার সদ্যোজাত শিশুপুত্রের যেভাবে চিকিৎসা করছেন তাতে খুশি বিহারের সমস্তি পুরের বাসিন্দা পিংকি কুমারীর স্বামী সুরজ কুমার।
উল্লেখ্য, চলন্ত ট্রেনের শৌচাগারে সন্তান প্রসব, উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হল প্রসূতি ও সদ্যোজাতকে। বিহারের সমস্তিপুর এলাকার বাসিন্দা সুরজ কুমার উড়িষ্যার কটকে ফুচকা বিক্রি করতেন। তিনি সপরিবারে কটকে থাকতেন। তার স্ত্রী পিংকি কুমারী সন্তানসম্ভবা থাকায় কটক থেকে সমস্তিপুর যাওয়ার জন্য পুরী জয়নগর এক্সপ্রেস ট্রেনে চাপে।বৃহস্পতিবার মেদিনীপুর স্টেশনে ট্রেন ঢোকার আগেই বৃহস্পতিবার থ্রি রাত্রি প্রায় এগারোটা নাগাদ চলন্ত ট্রেনের শৌচাগারে সুরজ কুমারের স্ত্রী পিংকি কুমারী সন্তান প্রসব করেন।