ভাইরাল – চলন্ত ট্রেনে এক তরুণ ও তরুণীর একই শৌচালয় ব্যবহার করার ঘটনায় সমাজমাধ্যমে তোলপাড়। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, প্রথমে এক তরুণ মুখে মাস্ক পরে শৌচালয় থেকে বেরিয়ে আসছেন। কয়েক সেকেন্ড পর একই দরজা খুলে এক তরুণীও শৌচালয় থেকে বেরিয়ে আসেন। এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন পাশের কামরায় থাকা এক যাত্রী, যা পরে ‘ভয়েস অফ হিন্দুস’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়।
ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। বহু মানুষ ভিডিওটি দেখে বিস্ময়, ক্ষোভ এবং সমালোচনা প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, “লজ্জাজনক! ভারতীয় রেল কি এখন ওয়ো জোন হয়ে গিয়েছে?” আরেকজন মন্তব্য করেন, “অশালীন আচরণ। এঁদের খুঁজে বের করে শাস্তি দেওয়া উচিত।” অনেকে রেল কর্তৃপক্ষের কাছে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন।
ভিডিয়োটি ঘিরে দুই ভাগে বিভক্ত হয়েছে নেটিজেনদের প্রতিক্রিয়া। একাংশ এটিকে “সম্পূর্ণ অশালীনতা” বলে সমালোচনা করেছেন, অন্যদিকে কেউ কেউ প্রাইভেসির অধিকার নিয়েও প্রশ্ন তুলেছেন। যদিও বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে চলন্ত ট্রেনের মতো সর্বজনীন স্থানে এ ধরনের কর্মকাণ্ডের উপযুক্ততা।
বর্তমানে, ভিডিয়োটি কয়েক মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে এবং লাইক ও কমেন্টের বন্যা বইছে। তবে এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষ বা সরকারি কোনও সংস্থার তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
