ভাইরাল – মধ্যপ্রদেশে চলন্ত ট্রেনে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। অহমদাবাদ-সবরমতী এক্সপ্রেসের সাধারণ কামরায় এক ব্যক্তি হাতে জ্যান্ত সাপ নিয়ে ওঠেন এবং যাত্রীদের ভয় দেখিয়ে টাকা আদায় করেন। অভিযোগ, টাকা না দিলে সাপ গায়ে ছেড়ে দেওয়ার হুমকি দেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লোকটি সাপ হাতে বগির মধ্যে ঢুকতেই আতঙ্ক ছড়ায়। অনেক যাত্রী ভয়ে টাকা দেন, কেউ হুড়োহুড়ি করে বাঙ্কে উঠে পড়েন, আবার অনেকে শৌচাগারে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। প্রায় কয়েক মিনিট ধরে কামরায় আতঙ্ক ছড়িয়ে থাকে। টাকা আদায় করে ওই ব্যক্তি পরবর্তী স্টেশনে নেমে যান।
ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ‘ডিরঘু৮৮৮৮’ নামের এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত সেই ভিডিয়ো দেখে নেটিজেনরা আঁতকে উঠেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, চলন্ত ট্রেনে সাপ নিয়ে প্রবেশ করা এবং যাত্রীদের ভয় দেখিয়ে টাকা আদায় করার মতো ঘটনা ঘটছে কীভাবে। রেলের নিরাপত্তা নিয়েও উঠছে বড় প্রশ্ন।
