ভাইরাল – ভারতের চলন্ত ট্রেনে জনসমক্ষে ঘনিষ্ঠ এক যুগলের ভিডিও ভাইরাল হওয়ায় উত্তাল নেটমাধ্যম। ট্রেনের ভিড়ে ঠাসা কামরায় অনেক কম বয়সি এক তরুণীকে একাধিকবার চুম্বন করতে দেখা গিয়েছে এক মাঝবয়সি ব্যক্তিকে। তাঁদের এই ব্যক্তিগত মুহূর্ত জনসমক্ষে প্রকাশ পাওয়ায় উঠেছে তীব্র সমালোচনার ঝড়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দাঁড়িয়ে থাকা যাত্রীদের ভিড়ের মাঝে বসে রয়েছেন ওই যুগল। প্রকাশ্যে, হাত দিয়ে মুখ আড়াল করে তরুণীকে চুম্বন করছেন পুরুষটি। মাঝেমধ্যে চারপাশে সতর্ক দৃষ্টিও রাখছেন, অন্যদিকে তরুণী রয়েছেন চোখ বুজে। যাত্রীদের মধ্যেই কেউ ওই দৃশ্য ভিডিও করে পোস্ট করেন সামাজিক মাধ্যমে।
সাংবাদিক মনোজ শর্মার এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে প্রথম ভিডিওটি ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। একাধিক ব্যবহারকারী ভিডিওটি রিটুইট ও শেয়ার করে কড়া প্রতিক্রিয়া জানান। কেউ মন্তব্য করেছেন, “নির্লজ্জতা ও অশালীনতার সীমা ছাড়িয়ে গেছে।” আবার কেউ লিখেছেন, “এ ধরনের আচরণ জনসমক্ষে একেবারেই গ্রহণযোগ্য নয়, উপযুক্ত শাস্তি দেওয়া উচিত।”
রেল কর্তৃপক্ষের কাছে অনেকে এই ঘটনায় হস্তক্ষেপ ও ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন। যদিও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত রেল প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
ভারতীয় সমাজে প্রকাশ্যে ঘনিষ্ঠতা নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। তবে চলন্ত ট্রেনের মতো একটি জনবহুল স্থানে এমন আচরণ সমাজের মধ্যে নতুন করে শালীনতা ও নীতির প্রশ্ন তুলে দিল বলেই মত অনেকের।
