ভাইরাল – বেঙ্গালুরুতে চলন্ত মেট্রোর ভিতরে এক যুবক যাত্রীদের সামনে হাত পেতে ভিক্ষা করছেন এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সোমবার সকাল ১১:০৪ মিনিটে ম্যাজেস্টিক মেট্রো স্টেশন থেকে ট্রেনে ওঠেন কালো টি-শার্ট ও জিন্স পরা ওই তরুণ। ট্রেনটি তখন মন্ত্রী স্কোয়ার সাম্পিগে রোড এবং শ্রীরামপুরা স্টেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল।
ভিডিয়োয় দেখা গিয়েছে, চলন্ত মেট্রোর কামরায় যুবকটি যাত্রীদের আসনের সামনে দাঁড়িয়ে টাকা চাইতে শুরু করেছেন। যাত্রীরা অবাক হয়ে তাকাচ্ছেন, কেউ টাকা দিতে অস্বীকার করেছেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর তরুণটি টাকা চাওয়া বন্ধ করে। অবশেষে দশরাহাল্লি মেট্রো স্টেশনে তাঁকে নামিয়ে দেওয়া হয়। তবে যুবকের পরিচয় এখনও জানা যায়নি।
ভিডিয়োটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে এবং নেটমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। নেটাগরিকরা বলেছেন, লোকাল ট্রেনের কামরায় এমন দৃশ্য দেখা গেলেও মেট্রোর মতো নিরাপদ পরিবেশে এটি মোটেই কাম্য নয়। অনেকেই মেট্রো কর্তৃপক্ষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এবার মেট্রোতেও উৎপাত শুরু হয়েছে। নিরাপত্তারক্ষীরা কোথায়?’’
